আগামী ১ জুলাই থেকে দেশ জুড়ে চালু হচ্ছে জিএসটি। নয়া এই কর ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্য জুড়ে ৪ দিনের ধর্মঘটে নামলেন বস্ত্র ব্যবসায়ীরা। ফলে বুধবার থেকে রাজ্যের অনেক জামাকাপড়ের দোকান বন্ধ। জিএসটির প্রতিবাদে আগামী শুক্রবার রাজ্য জুড়ে ব্যবসা ধর্মঘটেরও ডাক দেওয়া হয়েছে। জিএসটির বিরোধিতা করছে তৃণমূলও। বস্ত্র শিল্পে ধর্মঘটীদের পাশেও থাকার বার্তা দিয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রী জিএসটি চালুকে কেন্দ্রের মহাকাব্যিক ভুল বলে বর্ণনা করেছেন। মুখ্যমন্ত্রীর মতে জিএসটি এখনও দেশবাসীর কাছে পরিস্কার নয়। সেজন্য আরও ৬ মাসের অপেক্ষার দরকার ছিল। জিএসটি-র প্রতিবাদ করে ৩০ জুন মধ্যরাতে সংসদের বর্ণাঢ্য অনুষ্ঠান বয়কটেরও ডাক দিয়েছে তৃণমূল।