শিক্ষক দিবসকে সেলাম জানিয়ে এদিন ফের ডুডলে চমক দিল গুগল। স্ট্যান্ডে লাগানো একটি গ্লোব। সেই গ্লোবের ওপর ক্লিক করলেই সেটি ঘুরছে বনবন করে। ঠিক পৃথিবীর মত। পৃথিবীর চোখে পড়ানো চশমা। আর তার চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ছে শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয় জিনিসপত্র। যা ছাত্রছাত্রীদের পড়ানোর সময় তাঁদের হামেশাই লাগে। সুন্দর এই ডুডলের মধ্যে দিয়ে এদিন বিশ্বের সব শিক্ষক শিক্ষিকাকে সম্মান জানাল বিশ্বের অন্যতম সার্চ ইঞ্জিন গুগল।
সারা বছরই বিভিন্ন দিনের বিশেষত্বকে সামনে রেখে ডুডল সাজিয়ে থাকে গুগল। সব দিন না হলেও অধিকাংশ দিনেই ডুডলে থাকে চমক। ইন্টারনেটে কোনও কিছু খোঁজার জন্য গুগল খোলার পাশাপাশি সকলের বাড়তি পাওনা হয় এই ডুডলের মজা, চমক। অনেকেই কিছু খোঁজার আগে একবার ভাল করে ডুডলটা দেখে নেন। মনে পড়ে যায় দিনটির মাহাত্ম্য। এভাবেই এদিন শিক্ষক দিবসকে কুর্নিশ জানাল গুগল ডুডল।