SciTech

এই শীতে একে অপরকে চোখে হারাবে জ্যাকেট-স্মার্টফোন!

জ্যাকেট বলতে পরনের জ্যাকেট। আর স্মার্টফোন বলতে সাধারণ মানুষের হাতে থাকা স্মার্টফোনই। কিন্তু এদের মধ্যে যুগলবন্দিটা কেমন? আদপেই যুগলবন্দিটা দারুণ! তবে খুলেই বলা যাক। গুগল এবং লিভাই, এই ২ সংস্থা মিলে যৌথভাবে একটি জ্যাকেট বাজারে এনেছে। শীতে জ্যাকেট পরে বার হওয়ার সময় যদি স্মার্টফোন ফেলে আসেন তবে জানান দেবে জ্যাকেটই। মনে করিয়ে দেবে আপনি স্মার্টফোন ভুলেছেন! অন্যদিকে স্মার্টফোনটি জ্যাকেট থেকে খুব দূরে গেলেই সে আপনাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে আপনার জ্যাকেট অনেকটা দূরে চলে গেছে।

এককথা একে অপরকে ছেড়ে থাকবে না জ্যাকেট ও স্মার্টফোন। এজন্য একটি অ্যাপ অ্যাক্টিভেট করতে হচ্ছে। স্মার্টফোন নোটিফিকেশন দিয়ে জ্যাকেটের কথা জানাবে। আর জ্যাকেট কী করবে? জ্যাকেট যেই দেখবে ফোন দূরে চলে গেছে অর্থাৎ একটি নির্দিষ্ট দূরত্বের বাইরে চলে গেছে, তখনই তার একটি অংশে আলো জ্বলতে শুরু করবে। আর সেইসঙ্গে ওই অংশে একটা কম্পন হবে। যা আপনাকে চকিতে মনে করিয়ে দেবে স্মার্টফোনটি সঙ্গে নিতে ভুলে গেছেন আপনি!


(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button