SciTech

ময়ূরে, রঙে, দ্রষ্টব্যে অপরূপ সাজে ডুডল

ভারতের বিশেষ দিনগুলোতে গুগলের ডুডল সেজে ওঠে একদম অন্য সাজে। ফলে প্রত্যাশা একটা থাকেই। এদিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৬ জানুয়ারি রাত ১২টাতে বদলে যায় ডুডল। সামনে আসে এক হাজারো রঙে সেজে ওঠা নয়া ডুডল। ভারতের ৭০ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই ডুডলে জায়গা পেয়েছে ভারতের বেশ কিছু দ্রষ্টব্য স্থান। রাষ্ট্রপতি ভবন থেকে কুতুবমিনার। হাতি থেকে ময়ূর। সেজেছে সবই। সঙ্গে রয়েছে ডুডল জুড়ে সুজলা, সুফলা সবুজ ভারতের রঙিন ল্যান্ডস্কেপ।

চোখ আটকে দেওয়ার মত সুন্দর রঙিন এই ডুডল এখন গুগল সার্চ করতে গেলেই চোখে পড়ছে। অধিকাংশ মানুষই কিন্তু সার্চ করার আগে ভাল করে দেখছেন ‌এই রংবাহারি ডুডলকে। ভারতের প্রজাতন্ত্র দিবসকে এভাবেই এদিন এক অনন্য সাজে কুর্নিশ জানাল ডুডল।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button