২১ বছরের তরুণ গুগল সদ্য তারুণ্যে টগবগ করছে। আর সেই তারুণ্যের বর্ষপূর্তিতে তাকে অভিনন্দন জানাল ডুডল। তাও একদম নিজস্ব ভঙ্গিমায়। তারুণ্যে প্রাণচঞ্চল ছটফটানি ফুটে উঠেছে ডুডলে। বোর্ডে পিন করার মত করে একটি ছবি যেন পিন করা হয়েছে। যেখানে গুগল লেখাটি ফুটে উঠেছে ডেক্সটপের পুরনো মনিটরে। যখন গুগলের জন্ম হয়। অর্থাৎ ২১ বছর আগের ছবিটা ফের একবার তুলে আনার চেষ্টা হয়েছে এখানে।
২১ বছর আগে কম্পিউটারে ওয়ারলেস বন্দোবস্ত এত ছড়িয়ে পড়েনি। ছিলনা স্লিম মনিটর। ছিলনা ওয়ারলেস মাউস, কি-বোর্ড। বেঢপ সাইজের সিপিইউ থেকে তার বেরিয়ে ঢুকে পড়ত তদ্রূপ বিশাল মনিটরে। সময়ের সঙ্গে সঙ্গে এসবই বদলেছে। সবই এখন প্রায় ওয়ারলেস। সবই ছোট হয়েছে বহরে। তার কার্যকারিতাও অনেক বেড়েছে। কিন্তু এদিন সময়কে ফের একবার মনে করিয়ে দিয়েছে গুগল।
জন্মদিনের ঔজ্জ্বল্য, আনন্দ, ছটফটানি ধরে রাখতে কেবল ব্যবহার হয়েছে কিছু রঙিন ফোঁটা আর তারা। যেখানে রেড, গ্রিন, ইয়েলো, ব্লু তত্ত্বকে মাথায় রেখেছেন ডুডল ডিজাইনার। এসব ফোঁটা আর তারা চারধারে আলগা ছড়ানো। যা অবশ্যই নজর কাড়ছে। ছিমছাম ডিজাইনেও যে ২১-এর তারুণ্যকে কয়েদ করা যায় তা এদিন দেখিয়ে দিল ডুডল। গুগল হল ২১ বছরের তরুণ।