বিশ্বের একনম্বর সার্চ ইঞ্জিন গুগল। ইন্টারনেটে কোনও বিষয় সার্চ করতে মানুষের প্রথম পছন্দ গুগল সার্চ। আর সেই গুগল জানাল ২০২০ সালে সবচেয়ে বেশি খোঁজ পড়ল কোন মহিলার। গত ৮ মার্চ ছিল বিশ্ব নারী দিবস। ওই দিনটিকে সামনে রেখে গুগল জানাল তার রেকর্ড বলছে ২০২০ সালে ইন্টারনেটে সবচেয়ে বেশি খোঁজ পড়েছে সুন্দরী গায়িকা টেলর সুইফট-এর। এই মার্কিন গায়িকার বিষয়ে সবচেয়ে বেশি জানতে চেয়ে সার্চ করেছেন মানুষ।
সবচেয়ে বেশি সার্চ টেলরকে নিয়ে হয়েছে ঠিকই তবে সেইসঙ্গে বিভিন্ন বিভাগে সবচেয়ে বেশি সার্চ কোন কোন মহিলার বিষয়ে হয়েছে সে তথ্যও সামনে এনেছে গুগল। গুগল জানিয়েছে, মহিলা অ্যাথলিট হিসাবে সবচেয়ে বেশি সার্চ হয়েছে সেরেনা উইলিয়ামসের বিষয়ে জানতে। মার্কিন এই টেনিস তারকা ক্রীড়া ক্ষেত্রে তাই সবচেয়ে বেশি খোঁজ পড়া মহিলা।
মহিলা অভিনেত্রী হিসাবে সবচেয়ে বেশি খোঁজ পড়েছে অভিনেত্রী একওয়াফিনা-র। তিনি সাধারণত কমেডি চরিত্রেই অভিনয় করে থাকেন। অন্যদিকে মহিলা সাহিত্যিক হিসাবে সবচেয়ে বেশি খোঁজ পড়েছে টনি মরিসনের। মার্কিন এই উপন্যাসিকের সম্বন্ধে জানার ইচ্ছে সবচেয়ে বেশি দেখা গেছে ইন্টারনেটে। আমেরিকায় মহিলাদের ক্ষমতায়ন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ফলে সফল মহিলাদের সম্বন্ধে খোঁজও হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা