ডিজিটাল ভারত গড়তে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে গুগল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ভারতের স্বপ্নকে সেই পথে আরও এগিয়ে নিয়ে যেতে বিপুল অঙ্কের বিনিয়োগের কথা ঘোষণা গুগলের।
নয়াদিল্লি : ডিজিটাল ইন্ডিয়া-র পক্ষে বারবার সওয়াল করেছেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতকে আগামী দিনে সেই ডিজিটালের পথে টেনে নিয়ে যেতে এগিয়ে এল গুগল। সোমবার গুগলের সিইও সুন্দর পিচাই ঘোষণা করেছেন ভারতকে ডিজিটাল ভারতের দিকে টেনে নিয়ে যেতে গুগল ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। এই বিপুল অঙ্কের বিনিয়োগ হবে আগামী ৫ থেকে ৭ বছরে। একটি ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে একথা ঘোষণা করেন পিচাই। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি।
সুন্দর পিচাই জানিয়েছেন, এই ৭৫ হাজার কোটি টাকা বিভিন্নভাবে বিনিয়োগ করা হবে। যার মধ্যে রয়েছে ইকুইটি ইনভেস্টমেন্ট, পার্টনারশিপ ইনভেস্টমেন্ট এবং অপারেশনাল, ইনফ্রাস্ট্রাকচার ও ইকোসিস্টেম ইনভেস্টমেন্ট। এর মধ্যে দিয়েই পুরো অর্থ বিনিয়োগ হবে। সুন্দর পিচাই জানিয়েছেন ভারতকে ডিজিটাল করতে একগুচ্ছ পদক্ষেপ করা হবে।
গুগল এই অর্থ সহজলভ্য ইন্টারনেট সকলের কাছে পৌঁছে দেওয়া থেকে শুরু করে ছোট-মাঝারি শিল্পকে ডিজিটাল করে তোলা, ভারতের প্রতিটি মানুষের কাছে তাঁর ভাষায় ইন্টারনেটের মধ্যে দিয়ে তথ্য পৌঁছে দেওয়া, আরও নতুন পরিষেবা চালু করার কাজ করবে। এছাড়া দেশের প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে প্রভূত সাহায্য করবে এই বিনিয়োগ। দেশে ডিজিটাল লিটারেসি আরও বাড়ানো এবং আগামীদিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-কে আরও শক্তিশালী করে তোলা গুগল ইন্ডিয়ার লক্ষ্য বলে জানান সুন্দর পিচাই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা