ভূমিকম্প হওয়ার আগেই সুরক্ষিত জায়গায় যাওয়ার বন্দোবস্ত করল গুগল
ভূমিকম্প হলে সকলকে ফাঁকা জায়গায় চলে যেতে বলা হয়। বাড়ি বা বদ্ধ জায়গায় কখনওই নয়। মানুষ যাতে তা আগেই করতে পারেন তার ব্যবস্থা করল গুগল।
ভূমিকম্প এমন এক প্রাকৃতিক দুর্যোগ যা একটা তল্লাটকে ধ্বংসস্তূপে পরিণত করতে কিছু সেকেন্ড নেয়। ভূমিকম্প হলে মানুষকে বাড়ি, অফিস বা কোনও বদ্ধ জায়গায় নয়, বরং যতটা সম্ভব ফাঁকা জায়গায় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ভূমিকম্প আসার পর সেই সময় কি সত্যিই পাওয়া যেতে পারে?
কম্পনের মাত্রা যদি প্রবল হয় তাহলে কিছু সেকেন্ডের মধ্যে সেই অবস্থায় পরিবার নিয়ে বাড়ি থেকে বার হওয়ার মত সময় তো পাওয়াই যাবেনা।
তবে যদি ভূমিকম্প হতে চলেছে এটা আগে থেকে জানা যায় তাহলে দ্রুত ফাঁকা জায়গায় চলে যাওয়া যায়। তারপর কম্পন হলে কিছুটা হলেও প্রাণহানির আশঙ্কা কমে।
গুগল ঠিক এই ব্যবস্থাটাই ভারতে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য নিয়ে এল। এবার একটি অ্যান্ড্রয়েড ফোন হাতে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি ভূমিকম্প হওয়ার আগেই সতর্কবার্তা পেয়ে যাবেন গুগলের কাছ থেকে। ফলে ভূমিকম্প আসার আগেই প্রয়োজনীয় কাগজপত্র, টাকাকড়ি, চাবিপত্র সঙ্গে করে পরিবার নিয়ে তাঁরা ফাঁকা জায়গায় চলে যাওয়ার সময়টা পেয়ে যাবেন।
অ্যান্ড্রয়েড ফোনে গুগল কম্পন হওয়ার আগে ২ ধরনের মেসেজ পাঠাতে পারে। একটা হল ‘বি অ্যাওয়ার’ এবং ‘টেক অ্যাকশন’। কম্পনের মাত্রা কতটা বেশি হতে চলেছে তা অনুমান করে সেই মত মেসেজ পৌঁছবে ফোনে।
ফোন সাইলেন্ট থাকলে কোনও শব্দ না করেই মেসেজটি দেখা যাবে ফোনের স্ক্রিনে। এটা দেখে দ্রুত মানুষ কম্পন হওয়ার আগেই জেনে যাবেন ভূমিকম্প হতে চলেছে। সেইমত তাঁরা সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা