গুগলের হাত ধরে স্কুলে পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীর হাতে আসতে চলেছে সুবর্ণ সুযোগ
স্কুলে যারা পড়ে তাদের জীবন বদলে দিতে পারে গুগলের হাত ধরে এই উদ্যোগ। যা ভারতের প্রথম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের হাতে সুবর্ণ সুযোগ এনে দিতে চলেছে।
স্কুলে পড়াশোনার ক্ষেত্রে সব ছাত্রছাত্রী দেশের যেকোনও প্রান্তে বসে সব ধরনের সুযোগ পায়না। কিন্তু সর্বক্ষেত্রে সুযোগ ও তার পাঠক্রম ও অধ্যায় সম্বন্ধে জ্ঞান সমানভাবে বণ্টিত হতে পারলে তা দেশের যেকোনও প্রান্ত থেকেই প্রতিভাদের তুলে আনতে পারে।
এজন্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটি হাত মেলাল গুগলের সঙ্গে। গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে তারা দেশের ২৯টি ভাষায় ইউটিউব চ্যানেল আনতে চলেছে। এমনকি সাইন ল্যাঙ্গুয়েজেরও একটি ইউটিউব চ্যানেল এনসিইআরটি আনবে।
প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের এই ইউটিউব চ্যানেল তাদের পাঠক্রম সম্বন্ধে অবহিত করবে। এখানে তাদের পড়াশোনার সুযোগও থাকবে। তাদের পাঠক্রমে থাকা বিষয়গুলি সম্বন্ধে জ্ঞান বৃদ্ধির সুযোগ থাকবে এই ইউটিউব চ্যানেলগুলিতে।
অত্যন্ত সমৃদ্ধ ও ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ পদ্ধতি মেনে এখানে পড়াশোনার সুযোগ থাকবে। এরফলে আগামী দিনে শুধু ছাত্রছাত্রীরাই নয়, অভিভাবক থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকারাও সমৃদ্ধ হবেন।
তাঁরা এনসিইআরটি-র স্থির করা পাঠক্রম ও তার অনুশীলন অনেক সহজে হাতের মুঠোয় পেয়ে যাবেন। এছাড়াও এই চ্যানেলগুলিতে ক্রেডেনশিয়াল্ড কোর্স করানো হবে। ৫০টি এমন শংসাপত্র কোর্স করানো হবে এখানে। যা আগামী দিনে ছাত্রীদের বিভিন্ন বিষয়ে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
যে তালিকায় থাকবে বিজ্ঞান, রকেট প্রযুক্তি, সাহিত্যচর্চা, ক্রীড়া মনোবিজ্ঞান সহ নানা কোর্স। এই সুযোগ আগামী দিনে দেশের ছাত্রছাত্রীদের আরও সহজে কাঙ্ক্ষিত লক্ষ্যে ছুটে যেতে প্রভূত সহায়ক ভূমিকা পালন করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা