ভারতীয় চলচ্চিত্রে যতজন প্রথমসারির অভিনেত্রী এসেছেন বা রয়েছেন তাঁদের মধ্যে মীনা কুমারীর নাম অন্যতম। আজও তাঁর অভিনয় নিয়ে চর্চা হয়। বুধবার মীনা কুমারীর ৮৫ তম জন্মবার্ষিকী। ভারতীয় সিনেমার ‘ট্র্যাজেডি কুইন’-কে তাই এদিন তাদের ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানাল গুগল। পাকিজা, বৈজু বাওরা, সাহেব বিবি অউর গুলাম, দিল আপনা অউর প্রীত পরায়ে, দিল এক মন্দির সহ সাকুল্যে ৯২টি সিনেমায় অভিনয় করছেন তিনি।
১৯৩৩ সালে মুম্বইতে জন্ম হয় মীনা কুমারীর। খুব ছোট বয়সেই সিনেমার জগতে পা রাখা। শিশু শিল্পী হিসাবে প্রথম সিনেমায় পদার্পণ ১৯৩৯ সালে। এরপর আর থামেনি তাঁর যাত্রা। একের পর এক সিনেমায় তাঁর অভিনয় দর্শককুলকে অবাক করেছে। কাঁদিয়েছে। মাত্র ৩৮ বছর বয়সে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই প্রতিভাবান অভিনেত্রীর। যিনি তাঁর নিজের অভিনয় ক্ষমতায় আজও মানুষের মনে নিজের একটা আলাদা জায়গা করে রেখেছেন। ৪টি ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী মীনা কুমারী নিজের ছোট্ট জীবনে অনেক মানসিক কষ্টের মধ্যে কাটিয়েছিলেন। ভারতের এই অভিনেত্রীকে এদিন তাঁর যোগ্য সম্মান জানাল গুগল।