চলে গেলেন বাংলা ক্রিকেটের অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব গোপাল বসু। শুধু বাংলার হয়েই নয়, দেশের হয়েও ব্যাট ধরেছেন তিনি। তবে সে ইতিহাস বিশাল কিছু নয়। ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে ভারতের হয়ে খেলেন বাংলার এই ক্রিকেট প্রতিভা। ডান হাতি এই ব্যাটসম্যানের বাংলার হয়ে অবদান কম নয়। বোলিংও করতেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে সারা দেশেই তাঁর সুখ্যাতি ছিল।
হালে গিয়েছিলেন ইংল্যান্ডে ছেলের কাছে। নিছক ছুটি কাটানোই ছিল উদ্দেশ্য। কিন্তু সেখানে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন তিনি। হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে ছিলেন তিনি। অবশেষে রবিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। বাংলার ক্রিকেট ইতিহাসে গোপাল বসু নামটা চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে।