বন্ধু বানাতে মহাসমুদ্র চষে বেড়াচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কাঠের জাহাজ
বন্ধু বাড়াতে এ এক অভিনব উদ্যোগ সন্দেহ নেই। বিশ্বের সবচেয়ে বড় কাঠের জাহাজ সেই বন্ধু বানাতে ভেসে বেড়াচ্ছে মহাসমুদ্রের বুকে। চষে ফেলছে এ প্রান্ত থেকে ও প্রান্ত।
সে ১৭৪৫ সালের কথা। তখন একটি বিশাল কাঠের জাহাজ আচমকা ডুবে যায় সুইডেনের গোথেনবুর্গ শহরের কাছে। যেহেতু সেটি গোথেনবুর্গ শহরের কাছে পৌঁছে ডুবে গিয়েছিল তাই সেই গোথেনবুর্গের নামে একটি কাঠের জাহাজ তৈরি করা হয়। যা ওই বিশাল জাহাজটির হুবহু নকল।
এখন যত জাহাজ সমুদ্রের বুকে ভেসে বেড়ায় তা তৈরি করতে মূলত ব্যবহার হয় ইস্পাতের মত ধাতু। কিন্তু ১৭৪৫ সালে জাহাজ তৈরি হত মূলত কাঠ দিয়ে। তাই এখন যে নকল জাহাজটি তৈরি হয়েছে তা কাঠ দিয়েই তৈরি করা হয়েছে।
এটিই এখন বিশ্বের সবচেয়ে বড় কাঠের জাহাজ। যাতে সেই অষ্টাদশ শতাব্দীর জাহাজের মাস্তুলও রয়েছে। এই জাহাজটিকে এখন কাজে লাগানো হচ্ছে ইউরোপ ও এশিয়ার মধ্যে সম্পর্ক বৃদ্ধির কাজে। একটি বার্তা নিয়ে গোথেবর্গ অফ সুইডেন ভেসে বেড়াচ্ছে সমুদ্রে। যেখানে অষ্টাদশ শতাব্দীর জাহাজ নিয়ন্ত্রণে দক্ষ ২০ জন নাবিককে নিযুক্ত করা হয়েছে।
জাহাজটি ২ মহাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার কাজও করছে বিভিন্ন শহর ঘুরে। যে শহরেই নোঙর করছে এই গোথেবর্গ অফ সুইডেন সেই শহরের মানুষই ভিড় জমাচ্ছেন বিশ্বের সবচেয়ে বড় কাঠের জাহাজ ঘুরে দেখতে।
আপাতত মল্টার বন্দরে নোঙর করা রয়েছে এটি। এরপর সেটি পাড়ি দেবে স্পেনের বার্সিলোনার দিকে। ইতিমধ্যেই তার হেলসিঙ্কি, স্টকহোম, কোপেনহেগেন, অসলো, লন্ডন, লিসবন, মোনাকোর মত শহরগুলি ঘুরে ফেলা হয়ে গেছে। ২০২৩ সালে গোথেবর্গ ঘুরে বেড়াবে এশিয়ার বিভিন্ন শহরে। ২০২৩ সালের সেপ্টেম্বরে সেটি পৌঁছবে সাংহাই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা