World

সর্বস্ব গ্রাস করছে লেলিহান শিখা, মৃত ৬০

দাবানল যে কত ভয়ংকর চেহারা নিতে পারে তা দেখিয়ে দিচ্ছে গ্রিসের সর্বগ্রাসী অগ্নিশিখা। গ্রিসের অন্যতম পর্যটন ক্ষেত্র মাতি। এখানেই ছড়িয়েছে দাবানল। তা ক্রমশ গ্রাস করছে শহর। বাড়ি, ঘর, গাড়ি, গাছপালা। মানুষ সড়কপথে পালাতে পারছেন না। রাস্তার ওপর উঠে এসেছে আগুন। ফলে জলই ভরসা। আর সেই জলপথেই আপাতত মানুষজনকে উদ্ধার করছেন গ্রিসের উপকূলরক্ষী বাহিনী।

সাইপ্রাস ও স্পেন ইতিমধ্যেই এই আগুন নেভানোর জন্য গ্রিস সরকারের পাশে থাকার কথা জানিয়েছে। এদিকে আগুন যেভাবে ছড়াচ্ছে তাতে তার ওপর নিয়ন্ত্রণ আনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বরং ক্রমশ অতি ভয়ংকর চেহারা নিচ্ছে লেলিহান শিখা। ছারখার করে দিচ্ছে সবকিছু। ইতিমধ্যেই ৭০০ জনকে উদ্ধার করা হয়েছে। আগুনের গ্রাসে মৃত্যু হয়েছে ৬০ জনের। যার মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। শতাধিক মানুষ আগুনে পুড়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।


আকাশপথে জল দিয়ে আগুনের ওপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা চলছে। দমকল বাহিনীও বিভিন্ন প্রান্ত থেকে জল দিয়ে আগুন আয়ত্তে আনার সবরকম চেষ্টা চালাচ্ছে। তবে শুকনো আবহাওয়া ও হাওয়ার দাপটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এখনও তা নিয়ন্ত্রণে আসার নাম নিচ্ছে না। পাহাড়, জঙ্গল আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা মাতি কার্যত এখন ভস্মীভূত এক আতঙ্কে পরিণত হয়েছে। যেখানে শুধু মানুষ পুড়ছে না, বহু পশুপাখিও শেষ হয়ে গেছে। যার কোনও হিসাব নেই। যা পরিস্থিতি তাতে এখনও আরও কত কী যে আগুনের লেলিহান শিখার গ্রাসে যাবে তাও পরিস্কার নয়।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button