SciTech

মঙ্গলগ্রহে ঘোরার পোশাক তৈরি হবে মামুলি জিনিস দিয়ে, কি জানালেন বিজ্ঞানীরা

লাল গ্রহে ঘুরে বেড়ানোর পথে এগোচ্ছে মানুষ। সেখানে ঘোরাফেরার জন্য পোশাক প্রয়োজন। কি দিয়ে তৈরি হবে সে পোশাক, জানালেন বিজ্ঞানীরা।

লাল গ্রহে এখন যন্ত্র ঘুরছে। কিছুদিন পর মানুষও ঘুরবে। সেই লক্ষ্যেই ছুটছে বিজ্ঞান। বিজ্ঞানীরা লাল গ্রহের পোশাক কি দিয়ে তৈরি হবে তাও প্রায় স্থির করে ফেলেছেন। মঙ্গলগ্রহে বিশেষ ধরনের পোশাক প্রয়োজন। কারণ পৃথিবীর জমিকে যে পরিমাণ তেজস্ক্রিয়তা সহ্য করতে হয়, মঙ্গলের জমিকে তার চেয়ে অনেক বেশি তেজস্ক্রিয়তা সহ্য করতে হয়।

সেই মহাজাগতিক তেজস্ক্রিয়তা মঙ্গলগ্রহে অত্যন্ত প্রবল। যা মানুষের শরীরে প্রবেশ করলে ক্যানসার, জিনগত সমস্যা এমনকি জীবনও যেতে পারে। তাই তা রোখা অত্যন্ত জরুরি।


আগামী দিনে মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা দ্রুত এগোচ্ছে। আরও সামনে ভাবতে শুরু করেছেন বিজ্ঞানীরা। মঙ্গলগ্রহে জনবসতি স্থাপনের কথাও ভাবছেন তাঁরা। মঙ্গলে হাঁটতে গেলে এই ভয়ংকর তেজস্ক্রিয়তা থেকে বাঁচা জরুরি। তার জন্য দরকার সঠিক আবরণ।

কম্পিউটারের সাহায্যে মঙ্গলগ্রহের তেজস্ক্রিয়তার মডেল বানিয়ে গ্রিসের পাত্রা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বিশেষ পোশাক পরিকল্পনা করেছেন। সেই পোশাক তৈরি হবে কিন্তু আপাত মামুলি জিনিস দিয়ে। যার মধ্যে রয়েছে রবার, সিন্থেটিক ফাইবার এবং পলিমার।


দেখা গেছে মঙ্গলগ্রহে ঘোরার জন্য আপাদমস্তক এই উপাদান দিয়ে তৈরি পোশাকে ঢেকে ফেললে মহাজাগতিক তেজস্ক্রিয়তা থেকে মুক্তি পেতে পারেন নভশ্চররা।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, এছাড়া মঙ্গলগ্রহের ধুলোও একটা অতিরিক্ত সুরক্ষা স্তর হিসাবে কাজ করবে। যে পোশাক তৈরি হবে তার সঙ্গে সাধারণ অ্যালুমিনিয়ামের মিশ্রণ এই তেজস্ক্রিয়তাকে রুখতে উপকারি প্রমাণিত হতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button