পাহাড়ের নিচে মাটি খুঁড়ে মিলল রহস্যময় মূর্তি
এক বিখ্যাত পাহাড়ের পাদদেশে চলছিল খননকাজ। প্রত্নতাত্ত্বিকরাই খননকাজ চালাচ্ছিলেন। সেখানেই মাটির তলা থেকে বেরিয়ে এল এক রহস্যময় প্রাচীন মূর্তি।
চলছিল খননকাজ। এখানে একসময় অনেক অট্টালিকা পাওয়া গিয়েছিল। প্রাচীন অট্টালিকা। যেসব বাড়িতে থাকত মোজাইক। সাজানো থাকত নানা প্রস্তর মূর্তি দিয়ে। যেহেতু সেখানে আগেই অট্টালিকা পাওয়া গিয়েছিল, তাই সেখানে আর কিছুও পাওয়া যেতে পারে বলে মনে করছিলেন প্রত্নতাত্ত্বিকরা।
ফলে তাঁরা মাটি খোঁড়ার কাজ চালিয়ে যাচ্ছিলেন। জায়গাটা বেশ সুন্দর। অ্যাক্রোপলিস পাহাড়ের পাদদেশে এক সুন্দর জায়গা এটি। গ্রিসের আথেন্সের অ্যাক্রোপলিস পাহাড় বেশ বিখ্যাত। এরই পাদদেশে বহু যুগ আগে ছিল অট্টালিকার সারি।
বোঝাই যাচ্ছে বেশ বর্ধিষ্ণু অঞ্চল ছিল এই স্থান। সেখানেই মাটি খুঁড়ে একটি মুণ্ডহীন প্রস্তর মূর্তি উদ্ধার হয়েছে। যা রোমান যুগের বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। কিন্তু মূর্তির তো মুণ্ড নেই।
তাহলে এ কার মূর্তি? তার উত্তর অবশ্য পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞেরা জানিয়েছেন, সম্পূর্ণ পোশাকহীন এই মূর্তির মুণ্ড নেই বটে, তবে এটা বোঝা যাচ্ছে যে এটি এক পৌরাণিক দেবতার মূর্তি।
রোমানদের পৌরাণিক দেবতার এই মূর্তি এক পুরুষ মূর্তি। যা এত প্রাচীন হওয়া সত্ত্বেও বেশ ভাল অবস্থায় রয়েছে। কেবল মুণ্ডটাই নেই। গ্রিসের সংস্কৃতি মন্ত্রক এই মুণ্ডহীন মূর্তি উদ্ধারের বিষয়টি জানিয়েছে।
গ্রিসে পুরাতাত্ত্বিক খোঁজ গত কয়েক বছরে গতি পেয়েছে। সেই উদ্যোগের হাত ধরে এর আগেও গ্রিসে মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে প্রাচীন নানা নিদর্শন। এবার পাওয়া গেল এই রোমান পৌরাণিক দেবতার মুণ্ডহীন মূর্তি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা