কম্পনের মাত্রা ৫.১। তীব্র মাত্রা বলা যায় কিনা সন্দেহ আছে। তবে কম্পনের প্রভাব ছিল যথেষ্ট। ফলে মানুষজন দ্রুত রাস্তায় বেরিয়ে আসেন। রাস্তায় ছোটাছুটিও শুরু করেন তাঁরা।
আতঙ্কে রাস্তা বা ফাঁকা জায়গায় তখন মানুষে মানুষে ছয়লাপ। টানা ১৫ সেকেন্ড স্থায়ী হয় কম্পন। যা আরও আতঙ্ক বাড়িয়ে দেয়। এতটা সময় সাধারণত ভূমিকম্প স্থায়ী হয়না।
সেখানেই শেষ নয়। কম্পনের পর একের পর এক আফটার শক অনুভূত হতে থাকে। যার মধ্যে সবচেয়ে শক্তিশালী আফটার শকের মাত্রা ছিল ৪.৩।
এই কম্পন অনুভূত হয়েছে গ্রিসের ঐতিহাসিক শহর আথেন্সে। গত শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টো ১৩ মিনিটে কম্পন অনুভূত হয়। কম্পনের জেরে ২টি বাড়ি ভেঙে পড়ে আথেন্সে। অনেক বাড়িতে ফাটল দেখা দেয়। ১৭০ বছরের পুরনো পার্লামেন্ট বিল্ডিংয়েও ফাটল ধরে।
তবে হতাহতের কোনও খবর নেই। আফটার শকের আতঙ্কে বহুক্ষণ মানুষ ঘরে ফেরার সাহস পাননি। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আথেন্সের ২২ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
কম্পনের আতঙ্ক এতটাই ছড়ায় যে তারপর আর অনেক অফিসেই কাজকর্ম কিছু হয়নি। প্রশাসনের তরফে নাগরিকদের শান্ত ও নিশ্চিন্ত থাকার আহ্বান জানানো হয়। তবে তাতেও আথেন্সে আতঙ্ক কাটেনি।
যে ২টি বাড়ি ভেঙে পড়েছে সেখান থেকে আগেই লোকজন আতঙ্কে বেরিয়ে এসেছিলেন বলে জানা গেছে। দীর্ঘ সময় পর সন্ধের দিকে সকলে ফের যে যাঁর বাড়ি ফেরত যান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা