জিস্যাট-২৯-কে নিয়ে তীরের গতিতে মহাকাশের দিকে পাড়ি দিল জিএসএলভি মার্ক থ্রি রকেট। যাকে পরিভাষায় বলা হয় স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। বুধবার বিকেলে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশে পাড়ি দেয় ভারতের সবচেয়ে ভারী মহাকাশযানটি। যার হাত ধরে কক্ষে স্থাপিত হল ৩ হাজার ৪২৩ কেজি-র কৃত্রিম উপগ্রহ জিস্যাট-২৯। এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে ভারী স্যাটেলাইট। যা দেশের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করবে।
এই প্রকল্প সফল করতে খরচ হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা। যারমধ্যে জিস্যাট-২৯ বানাতে খরচ পড়েছে ২০০ কোটি টাকা। আর মহাকাশযানটি তৈরি করতে খরচ হয়েছে ৩০০ কোটি টাকা। এদিন উৎক্ষেপণের ১৬ মিনিট ২৮ সেকেন্ড পর কৃত্রিম উপগ্রহটি নিজ কক্ষপথে সফলভাবে স্থাপিত হয়। সফল হয় উৎক্ষেপণ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)