১৯৭৫ সালে বিলুপ্ত বলে ঘোষিত হয়েছিল। কিন্তু এ যেন সোনালি প্রত্যাবর্তন! ৪২ বছর পর মধ্য আমেরিকার গুয়েতেমালার কুচুমাতানেস পর্বতের সরীসৃপ অভয়ারণ্যে দেখা মিলল বিরল স্যালাম্যান্ডার প্রজাতির প্রাণির। উজ্জ্বল হলুদ রঙের ঐ প্রজাতিটির বিজ্ঞানসম্মত নাম বোলিতোগ্লসা জ্যাকসনি। পৃথিবীর ২৫টি ‘মোস্ট ওয়ান্টেড’ প্রজাতির মধ্যে এটি অন্যতম।
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে অন্যান্য প্রাণির মতই এই বিশেষ প্রজাতির স্যালাম্যান্ডারটি চিরকালের জন্য হারিয়ে গিয়েছিল বলে মনে করেছিলেন জীব বিজ্ঞানীরা। বিলুপ্তির জগত থেকে আবার সোনালি রত্নের ফিরে আসার ঘটনায় স্বভাবতই উচ্ছ্বসিত তাঁরা। ঐ অভয়ারণ্যে আরও বিলুপ্ত প্রাণির সন্ধান পাওয়ার ব্যাপারেও আশাবাদী বিজ্ঞানীরা।