২০০২ সালের গোধরাকাণ্ডে দোষী সাব্যস্ত ১১ জনকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল বিশেষ আদালত। সেই রায়ের বিরুদ্ধে গুজরাট হাইকোর্টে আবেদন জানায় মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত ১১ জন। এদিন সেই মামলায় ১১ জনের মৃত্যুদণ্ডের সাজা মকুব করে হাইকোর্ট। বদলে সাজা কমিয়ে তাদের যাবজ্জীবন সাজার নির্দেশ দিল আদালত।
২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাটের গোধরায় সবরমতি এক্সপ্রেসের একটি কামরা জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। তদন্তে অভিযুক্তদের মধ্যে ৬৩ জনকে মুক্তি দেয় বিশেষ আদালত। ৩১ জনকে দোষী সাব্যস্ত করে। এদের মধ্যে ১১ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। বাকি ২০ জনকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেয় আদালত। ২০১১ সালে সেই রায় দেওয়া হয়েছিল। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যায় ১১ জন মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত।
সোমবার গুজরাট হাইকোর্টের বিচারপতি এএস দাভে ও বিচারপতি জিআর উধারিকে নিয়ে তৈরি ডিভিশন বেঞ্চ ওই ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিল। তবে বাকি ২০ জনের যাবজ্জীবনের সাজা বহাল রেখেছে হাইকোর্ট।