অনেক আশা নিয়ে অস্কারের মঞ্চে গিয়েছিল জোয়া আখতারের সিনেমা ‘গলি বয়’। রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত এই সিনেমা অস্কারের দৌড়ে ছুটছিল সেরা বিদেশি ভাষার সিনেমার অ্যাকাডেমি পুরস্কার জেতার আশায়। কিন্তু সে আশায় জল ঢেলে দিল এদিন প্রকাশিত একটি তালিকা। যা অস্কার কমিটি প্রকাশ করেছে। সেই তালিকায় নাম খুঁজে পাওয়া গেল না গলি বয়-এর। এটা ভারতের জন্য অবশ্যই স্বপ্নভঙ্গ।
৯২ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের সেরা বিদেশি সিনেমা বিভাগে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিল গলি বয়। এদিন বাছাই শেষে শেষ পর্বের জন্য ১০টি সিনেমা বেছে নিয়েছে কমিটি। সেই সিনেমাগুলি থেকে ১টি সিনেমা পাবে এই বিরল সম্মান। কিন্তু সেই শেষ ১০-এর তালিকাতেই পাওয়া গেল না গলি বয়-কে। ফলে এবারের মত অস্কারে তাদের দৌড় শেষ করল ভারত।
ভারত ছিটকে যাওয়ার পর শেষ ১০টি বিদেশি সিনেমার তালিকায় এশিয়া থেকে ১টি মাত্র সিনেমা রয়ে গেল। দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘প্যারাসাইট’ এখনও দৌড়ে। এদিকে ভারতে আত্মপ্রকাশের পরই গলি বয় বক্স অফিসে দুরন্ত ফল করে। পরে তা অস্কারে ভারতের থেকে মনোনীত হয়। সেই ছবি অস্কারের মঞ্চে মুখ থুবড়ে পড়ল। আগামী বছরের ৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসে অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা