নেগেটিভ চরিত্র ব্যাড ম্যানের কাছে সবচেয়ে পবিত্র
নেগেটিভ চরিত্র ব্যাড ম্যানকে প্রভাবিত করেনা, বরঞ্চ শুদ্ধ করে। বলিউডের ব্যাড ম্যান ৬৬ পেরিয়ে এখনও রাজ করছেন বলিউডে। ভিলেনের হিট লিস্টে তিনিই সেরার সেরা।
প্রচলিত আছে যে সিনেমার ভিলেন যত শক্তিশালী সেই সিনেমা তত সুপারহিট। শোলের জয়-বীরু জুটি আজও দর্শকের মনে জায়গা নিয়ে আছে ভিলেন গব্বরের জন্য। কিন্তু ব্যাড ম্যানের ৬৬ বছর বয়স হয়ে গেলেও রুপোলী পর্দাকে ছাপিয়ে তিনি জমিয়ে অভিনয় করে যাচ্ছেন সাম্প্রতিকতম প্ল্যাটফর্ম ওটিটিতে।
১৯৮০ সালে হাম পাঁচ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন গুলশন। তারপর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। রাম লখন, দুধ কা কর্জ, সওদাগর, বিজয়পথ, লজ্জা সহ একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয় করে গেছেন।
নিজের চরিত্রে অভিনয়ের জন্য এক সময় গুলশন হয়ে ওঠেন বলিউডের ব্যাড ম্যান। এতে তিনি খুশিই হয়েছিলেন। অভিনয় জীবনের ৩টি দশক পার করেও দর্শকদের কাছে তিনি ভিলেন হিসাবে আজও পরিচিত। এখানেই ব্যাড ম্যানের সার্থকতা।
আইকনিক ব্যাড ম্যানকে সম্প্রতি দেখা গেছে সোনি লিভের ওয়েব সিরিজ ইয়োর অনার টু-তে গুরজোত পান্নুর চরিত্রে। এক প্রভাবশালী ব্যক্তির চরিত্রে গুলশন অভিনয় করেছেন।
অনেক অভিনেতাই নেগেটিভ চরিত্রে অভিনয় করার পর সেই চরিত্রায়ন থেকে আর বার হতে পারেননা। গুলশন গ্রোভারের সঙ্গে ঠিক যেন উল্টোটাই ঘটে।
গুলশনের কাছে নেগেটিভ চরিত্রে অভিনয় যেন একটা থেরাপির মত। তিনি মনে করেন এর ফলে তাঁর যেন ডিটক্সিফিকেশন হয়।
নেগেটিভ চরিত্রে অভিনয়ের পর গুলশন যেন অনেকটা হালকা বোধ করেন। তাঁর মতে এই ধরনের চরিত্র যেন তাঁকে পরিশুদ্ধ করে তোলে। তাই ব্যাড ম্যানের কাছে নেগেটিভ চরিত্রে অভিনয় সবচেয়ে পবিত্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা