করোনার টিকা নিয়েই গুরদীপের কাণ্ড ভাইরাল
গুরদীপ পান্ধার জন্মসূত্রে পঞ্জাবের হলেও থাকেন কানাডায়। আর সেখানেই তিনি সম্প্রতি নিয়েছেন করোনা প্রতিষেধক টিকা। টিকা গ্রহণের পর তাঁর এক কাণ্ডের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
তাপমাত্রা হিমাঙ্কের অনেকটাই নিচে। রাস্তার কালো পিচ পুরু বরফের চাদরে ঢেকে গেছে। তুষারপাত ক্রমাগত হয়েই চলছে। মুক্তোর মত সাদা বরফের কুচি আকাশ ফুটো করে ঝরে চলেছে। মাঝে মাঝেই হিমেল হাওয়ার ঝটকায় হাড় কেঁপে উঠছে।
এমন আবহাওয়ায় মানুষ কি করবেন? নিশ্চয়ই সেইসময় ঘরের মধ্যে রুম হিটার বা ফায়ার প্লেসের উষ্ণতাই তাঁদের কাছে সবথেকে আরামের মনে হবে। উষ্ণতার ছোঁয়ায় হয়তো জানলা দিয়ে তুষারপাতের দৃশ্য উপভোগ করবেন তাঁরা।
আর সেই দৃশ্যই দেখতে গিয়ে কয়েকজনের হঠাৎ করে চোখে পড়ে মাথায় উজ্জ্বল পাগড়ি বাঁধা এক পাঞ্জাবি ভদ্রলোকের ওপর। তিনি মহা আনন্দে বরফের ওপর ভাংরা নাচছেন।
সোশ্যাল মাধ্যমের লক্ষ লক্ষ নেটিজেন কানাডার বাসিন্দা গুরদীপ পান্ধারকে বরফের মধ্যে ভাংরা নাচতে দেখে এমন ভাবেই অবাক হয়েছেন। শুধু অবাকই নয় মজাও পেয়েছেন।
গুরদীপের এই নাচের ভিডিও রীতিমত ভাইরাল। পেশায় ভাংরা নৃত্যের শিক্ষক গুরদীপ। তিনি জানিয়েছেন শীতকাল তাঁর প্রচণ্ড পছন্দের। আর শীতে বরফের ওপর ভাংরা নাচার মজাটাই আলাদা। গুরদীপের এই ভিডিও অনেক শীত কাতুরে মানুষের মনে শীতকালকে উপভোগ করার উৎসাহ তৈরি করেছে।
সম্প্রতি কোভিড-১৯-এর প্রতিষেধক টিকা গ্রহণ করেন গুরদীপ। টিকা গ্রহণের পর তিনি পৌঁছে যান বরফের পুরু চাদরের ওপর। শুরু করেন তাঁর পছন্দের ভাংরা। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।