গুরু পূর্ণিমার দিন গুরুকে পুজো করতে হয়। তারজন্য দরকার পুজোর উপকরণ। ঈশ্বরের আরাধনা আর গুরু পুজোয় কিন্তু তেমন কোনও ফারাক নেই। যেমনভাবে দেবতার পুজো হয় তেমনভাবেই গুরুর পুজো হয়। যে শিষ্য যেখানেই থাকুন না কেন গুরুর মূর্তি বা ছবিকে পুজো করা হয়।
গুরু পুজো করতে মনকে ফুল কল্পনা করে নিবেদন করতে হবে গুরুর পদযুগলে। তবে এতো বাহ্যিক পুজো নয়। লৌকিক দৃষ্টিতে ফল, ফুল, মিষ্টি, অন্নভোগ ইত্যাদি সহকারে গুরুর সেবা করা হয়। এটাই পুজো। অনেকে স্বকণ্ঠে গুরুর গান, ভজন করে থাকেন। ফুলে ফুলে সাজানো হয় গুরুর ছবি বা মূর্তি।