মুম্বই হামলা থেকে শুরু করে ভারতে সন্ত্রাস চালানোয় তার জুড়ি মেলা ভার। বিভিন্ন সময়ে সন্ত্রাসবাদী সংগঠন জামাত-উদ-দাওয়া-র প্রধান হাফিজ সঈদের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণও পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত। কিন্তু এতদিনেও তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি পাক সরকার। হালে আমেরিকার প্রবল চাপের মুখে কার্যত ছুঁচো গেলার মত এই জামাত ও লস্করের মত সংগঠনকে তাদের মাটিতে নিশ্চিন্তে কাজ করতে দেওয়ার বিরুদ্ধে পদক্ষেপ করা শুরু করেছে পাকিস্তান। হাফিজ সঈদকে গৃহবন্দিও করতে বাধ্য হয়েছে তারা।
এই অবস্থায় সরাসরি পাক রাজনীতিতে পা রেখে এবার পাকিস্তানকে ইসলামিক ও জনকল্যাণকর রাষ্ট্র বানানোর কথা জানালো সন্ত্রাসবাদীদের সংগঠন জামাত-উদ-দাওয়া। নতুন দলের নাম দিয়েছে মিল্লি মুসলিম লিগ। দলের প্রধান হয়েছে সঈফুল্লা খালিদ। এবার এই জঙ্গিদের দল পাকিস্তানের ভোটে অংশ নেবে।