মুম্বই হামলার মাস্টারমাইন্ডকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিল পাকিস্তানের পঞ্জাব প্রদেশের জুডিশিয়াল রিভিউ বোর্ড। জামাত-উদ-দাওয়া-র প্রধান হাফিজ সঈদ চলতি বছরের জানুয়ারি থেকেই গৃহবন্দি। তার সংগঠনও পাকিস্তানে নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত। সেইসঙ্গে হাফিজ সঈদ ওতপ্রোতভাবে লস্কর-ই-তৈবার সঙ্গে জড়িত। সেই হাফিজ সঈদের সঙ্গে মুম্বই হামলায় যোগ নিয়ে ভারতের তরফে বারবার পাকিস্তান সরকারকে জানানো হয়। তুলে দেওয়া হয় প্রমাণও। হাফিজের বিরুদ্ধে পদক্ষেপ করতে অনুরোধ করা হয় পাক সরকারকে।
দীর্ঘদিনের চাপের পর গত জানুয়ারিতে হাফিজ সঈদকে গৃহবন্দি করে পাক সরকার। এদিন পাক সরকারের তরফে হাফিজ সঈদকে আরও ৩ মাসের জন্য গৃহবন্দি রাখার আবেদন জানানো হয় পাকিস্তানের পঞ্জাব প্রদেশের জুডিশিয়াল রিভিউ বোর্ডের কাছে। কিন্তু সরকারের সেই আবেদন খারিজ করে বোর্ড জানিয়ে দেয় অন্য কোনও মামলার প্রেক্ষিতে যদি হাফিজ সঈদকে গ্রেফতারের নির্দেশ না থাকে তবে তাকে অবিলম্বে মুক্তি দিক পাক সরকার।