গত জানুয়ারি থেকে গৃহবন্দি থাকার পর মুম্বই হামলার মাস্টারমাইন্ডকে গত সপ্তাহে মুক্তি দেয় পাকিস্তানের একটি আদালত। তারপরই সন্ত্রাস দমনে পাক সরকারের সদিচ্ছার প্রশ্ন তুলে ভারত সোচ্চার হয়। মার্কিন যুক্তরাষ্ট্রও একইভাবে হাফিজ সঈদকে গ্রেফতার করার জন্য পাক সরকারের ওপর চাপ তৈরি করে। ফ্রান্সও বিষয়টি নিয়ে মুখ খোলে। ক্রমশ পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে। একজন ঘোষিত আন্তর্জাতিক সন্ত্রাসবাদীকে ছেড়ে না রেখে গ্রেফতার করার জন্য পাক সরকারকে পরামর্শ দেয় মার্কিন প্রশাসন। অবশেষে সেই চাপের মুখে নতি স্বীকার করতেই হল পাক সরকারকে। এদিন ফের হাফিজ সঈদকে গ্রেফতার করল তারা।
হাফিজকে মুক্তি দেওয়ার পরই ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, জামাত-উদ-দাওয়া-র মত সন্ত্রাসবাদী সংগঠনের প্রধান হাফিজ সঈদকে মুক্তি দেওয়ায় তারা গভীরভাবে চিন্তিত। পাকিস্তানে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার বাড়বাড়ন্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করে হোয়াইট হাউস। হাফিজ সঈদের গ্রেফতারি নিশ্চিত করার জন্যও পাকিস্তানকে চাপ দেয় মার্কিন সরকার। এরপরই এদিন ফের গ্রেফতার হল মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিজ সঈদ।