২৬/১১-র মুম্বই হামলার মাস্টারমাইন্ড জঙ্গিনেতা হাফিজ সঈদকে গ্রেফতার করল পাক পুলিশ। লাহোর থেকে বুধবার সকালে গুজরানওয়ালা যাচ্ছিল এই কুখ্যাত সন্ত্রাসবাদী। সেইসময় রাস্তায় তাকে গ্রেফতার করেন পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের আধিকারিকরা। বহুদিন ধরেই মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদকে গ্রেফতার করার কথা বলে আসছিল ভারত। জামাত-উদ-দাওয়া নামে সন্ত্রাসবাদী সংগঠনের প্রধান ও সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবা-র অন্যতম প্রতিষ্ঠাতা হাফিজ সঈদ অনেকদিন ধরেই বহাল তবিয়তে পাকিস্তানে থাকছিল। প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছিল।
সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ সাহায্যের অভিযোগে হাফিজ সঈদকে গ্রেফতার করেছে সিটিডি। এই সপ্তাহের শুরুতেই গত সোমবার লাহোরের অ্যান্টি টেররিজম কোর্ট শিক্ষাদানের জন্য পাকিস্তানের মাটি ব্যবহার করার মামলায় হাফিজ সঈদের গ্রেফতারির আগেই জামিন মঞ্জুর করে। তাই ওই মামলায় হাফিজকে গ্রেফতার করতে পারত না পুলিশ। এবার তাই অন্য মামলায় বুধবার তাকে গারদবন্দি করল সিটিডি।
মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদের বিরুদ্ধে অনেকগুলি সন্ত্রাসবাদী কার্যকলাপ সংক্রান্ত মামলা রয়েছে। তাকে গ্রেফতার করার জন্য ভারত অনেকদিন ধরেই পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করছিল। মুম্বই হামলায় তার যোগ সংক্রান্ত তথ্যও পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল ভারত। বিদেশ থেকেও চাপ ছিল পাকিস্তানের ওপর। অবশেষে হাফিজ সঈদ গ্রেফতার হল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা