সিনেমায় মার্শাল আর্টের গুরুত্ব রয়েছে। অনেক দৃশ্য রয়েছে মার্শাল আর্টের ওপর। কুশলী হাতাহাতি। কিন্তু একটু এদিক ওদিক হলে বিপদও হতে পারে। আঘাত লাগতে পারে। আর সেটাই হল ‘ব্রুসড’ সিনেমার সেটে। সেট তৈরিই হয়েছিল মার্শাল আর্টের একটি ফাইট সিকোয়েন্স ক্যামেরাবন্দি করার জন্য। দৃশ্যটিতে অভিনয় করছিলেন হ্যাল বেরি। সেই দৃশ্য চলাকালীন তিনি আঘাত পান। বসে পড়েন সেটে। যন্ত্রণায় কাতরে ওঠেন। তখনই বন্ধ হয়ে যায় শ্যুটিং। ডাকা হয় চিকিৎসককে।
হ্যাল বেরি-কে নিশ্চয়ই মনে আছে! সমুদ্রের ঢেউয়ে তুফান তুলে বিকিনি পরিহিতা জেমস বন্ড গার্ল হয়ে তিনি উঠে এসেছিলেন। দুহাতে বব কাট চুলের জল ঝরিয়ে কমলা বিকিনিতে তাঁর সেই ঢেউয়ের মাঝখান থেক উঠে আসার দৃশ্য আজও অনেকের চোখে আটকে আছে। জেমস বন্ড সিরিজের ‘ডাই অ্যানাদার ডে’ সিনেমায় পিয়ের্স ব্রসনানের বিপরীতে বন্ড গার্ল হয়েছিলেন হ্যাল। সেই হ্যাল বেরি এখন ৫৩ বছরের প্রৌঢ়া। কিন্তু ব্রুসড সিনেমায় তিনিই কার্যত নায়িকা।
হ্যাল বেরি এই সিনেমার একজন পরিচালকও। এটা দিয়েই সিনেমার পরিচালকের ভূমিকায় তাঁর হাতেখড়ি। সিনেমার প্রযোজক ব্রায়ন পিট অবশ্য জানিয়েছেন খুব সাংঘাতিক আঘাত নয়। যা পরিস্থিতি তাতে আগামী শুক্রবারের মধ্যেই ফের শ্যুটিং শুরু করা যাবে। তবে দেখা হবে সব অভিনেতা, অভিনেত্রীদের একসঙ্গে পাওয়া যাচ্ছে কিনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা