World

বিমানহানায় মৃত ওসামা বিন লাদেনের ছেলে

বিমানহানায় মৃত্যু হয়েছে আল কায়দার জন্মদাতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের। তবে কোথায় বিমানহানা হয়েছে সে সম্বন্ধে কিছু জানানো হয়নি। মার্কিন সংবাদমাধ্যমে মার্কিন সেনা সূত্রের খবর বলে প্রকাশিত খবরে বলা হয়েছে ৩০ বছরের হামজা ছিল আল কায়দার অন্যতম প্রধান। ক্রমশ জঙ্গি নেতা হিসাবে নিজের জায়গা তৈরি করছিল হামজা। যদিও মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা হামজার মৃত্যুর কথা ঘোষণা করেননি।

হামজার মৃত্যু সংক্রান্ত রিপোর্ট নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হলে তিনি জানান, এ বিষয়ে তিনি কথা বলতে চান না। প্রসঙ্গত হামজা বিন লাদেন ভিডিও ও অডিও বার্তার মাধ্যমে মার্কিন মুলুকে বড়সড় হামলা চালানোর কথা জানাচ্ছিল। গত ফেব্রুয়ারিতে হামজার সম্বন্ধে খবর দিতে পারলে ১০ লক্ষ ডলার পুরস্কারও ঘোষণা করে মার্কিন প্রশাসন। এরপরই সৌদি আরব হামজার নাগরিকত্ব প্রত্যাহার করে নেয়।


আল কায়দা ওসামা বিন লাদেনের মৃত্যুর পর অনেকটাই শক্তি হারায়। সন্ত্রাসবাদী কার্যকলাপ কমে। কিন্তু এখনও তাদের হাতে নাকি এমন অস্ত্র রয়েছে যা দিয়ে বড় ধরনের হামলা হতেই পারে। এখন অবশ্য আল কায়দার চেয়ে মতাদর্শগত দিক থেকে তাদের বিরোধী সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট বা আইএস অনেকটা শক্তিশালী। ওসামা বিন লাদেনের সন্তানদের মধ্যে হামজাই নাকি ছিল একমাত্র জন যার সন্ত্রাসবাদের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রমাণ ছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button