প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কেন তিনি নিতে রাজি ছিলেননা জানালেন হনসল মেহতা
তাঁর ‘স্কুপ’ সিরিজে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অভিনয়ে নিতে রাজি ছিলেননা বিখ্যাত পরিচালক হনসল মেহতা। কেন তিনি রাজি ছিলেননা তাও স্পষ্ট করে জানালেন হনসল।
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে হনসল মেহতা পরিচালিত ‘স্কুপ’। এই সিরিজে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অভিনয়ে নিতে রাজি ছিলেননা।
বাংলা সিনেমার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে প্রায় নিমরাজি হয়েই তিনি নেন। কিন্তু কেন তাঁর আপত্তি ছিল? সেকথা খোলাখুলি জানালেন পরিচালক হনসল মেহতা।
হনসল মেহতা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, স্কুপ সিরিজটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বাঙালি ক্রাইম রিপোর্টার জয়দেব সেনের চরিত্রে নেওয়ার জন্য নেটফ্লিক্সের ভাইস প্রেসিডেন্ট কনটেন্ট মনিকা শেরগিল সুপারিশ করেছিলেন। কিন্তু তিনি তাতে রাজি ছিলেননা।
কেননা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা রোমান্টিক ইমেজ রয়েছে। তাঁর বাবা বিশ্বজিত চট্টোপাধ্যায়। তিনিও রোমান্টিক হিরো ছিলেন। তারওপর যে চরিত্রে অভিনয় করতে প্রসেনজিৎকে নেওয়া হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র, কিন্তু ছোট চরিত্র।
সব মিলিয়ে হনসল মেহতা প্রসেনজিৎকে এই চরিত্রে অভিনয় করাতে রাজি ছিলেননা। একথা খোলাখুলিই জানালেন হনসল মেহতা।
হনসল এটাও জানান, যে ক্রাইম রিপোর্টার জয়দেব সেনের চরিত্রে কাকে নেওয়া হবে তা খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই সময় প্রসেনজিতের নাম প্রস্তাব করেন মনিকে শেরগিল।
প্রসঙ্গত স্কুপ সিরিজটি একটি বিখ্যাত বই অবলম্বনে তৈরি হয়েছে। ‘বিহাইন্ড বারস ইন বাইকুলা: মাই ডেজ ইন প্রিজন’ বইটি অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজ।
বইটি লিখেছেন জিগনা ভোরা। সিরিজটি এক ক্রাইম রিপোর্টারের জীবন তুলে ধরবে। তাঁদের কর্মজীবনের অনেক অধ্যায় উঠে আসবে এই সিরিজে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা