
কন্যা সন্তানের বাবা হলেন হরভজন সিং। লন্ডনের একটি হাসপাতালে সন্তানের জন্ম হয়েছে। হরভজনের স্ত্রী গীতা বসরা ও সদ্যজাত সন্তান দুজনেই ভাল আছেন। তবে সন্তানের জন্ম নিয়ে বাবা-মা কেউ কিছু জানাননি। সংবাদমাধ্যমকে খবরটা জানিয়েছেন হরভজন সিংয়ের মা। ভিসা সমস্যার কারণে যাঁর লন্ডন যাওয়া হয়ে ওঠেনি। গত ২৯ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন হরভজন ও গীতা। পঞ্জাবে বিয়ের অনুষ্ঠান হলেও অভিনেত্রী গীতা বসরার পরিবার লন্ডনের বাসিন্দা। ভারতীয় রেওয়াজ অনুযায়ী প্রথম সন্তানের জন্মের পর সন্তানকে নিয়ে মা বাপের বাড়িতেই প্রথম কয়েকমাস কাটান। সকলের ধারণা হয়তো সেই কারণেই হরভজন-গীতা তাঁদের সন্তানের জন্মের জন্য লন্ডনকে বেছে নিয়েছেন।