কে সেই সাংবাদিক নাম বল, ঋদ্ধিমান সাহার কাছে জানতে চাইলেন হরভজন
ট্যুইটারে দেওয়া চ্যাটের স্ক্রিনশটের সাংবাদিকের নামটা বল। বাংলার উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহার কাছে জানতে চাইলেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং।
ভারতীয় দল থেকে বাদ পড়েছেন ৪ ক্রিকেটার। ঋদ্ধিমান সাহা, ঈশান্ত শর্মা, অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারা। এঁদের রনজি খেলার পরামর্শ দিয়েছেন নির্বাচকরা।
এঁদের মধ্যে অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা নেমে পড়েছেন রনজি খেলতে। ঈশান্তের দিল্লির হয়ে দ্বিতীয় ম্যাচ থেকে নামার কথা। কিন্তু ঋদ্ধিমান নিজেকে সরিয়ে নিয়েছেন। ভারতীয় দলে জায়গা না হওয়ায় একের পর এক ক্ষোভ উগরে দিচ্ছেন তিনি।
এদিকে ভারতীয় দল থেকে বাদ পড়ার পর তাঁর সাক্ষাৎকার চেয়ে অনেক সাংবাদিক তাঁকে ফোন করেন। হোয়াটসঅ্যাপ করেন। তিনি অবশ্য এখন সাক্ষাৎকার এড়িয়ে যাচ্ছেন। আর তাতেই রেগে গিয়ে চ্যাটে ঋদ্ধিকে এক সাংবাদিক রীতিমত হুমকি ছুঁড়ে দিয়েছেন বলে দাবি করে ঋদ্ধিমান একটি চ্যাট প্রকাশ করেছেন।
যেখানে তাঁর আর কখনও সাক্ষাৎকার ওই সাংবাদিক নেবেন না বলে জানিয়ে দিয়েছেন। সাক্ষাৎকার না দেওয়ার কথা তিনি মনে রাখবেন বলেও জানিয়েছেন। চ্যাট প্রকাশ্যে আনার পরই দাবি ওঠে কে সেই সাংবাদিক তাঁর নাম প্রকাশ করুন ঋদ্ধিমান।
ঋদ্ধিমান সাহা অবশ্য নাম প্রকাশ করেননি। তাতেই রবিবার ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিং ঋদ্ধির কাছে জানতে চেয়েছেন কে সেই সাংবাদিক তাঁর নাম প্রকাশ করুন ঋদ্ধি।
হরভজন লিখেছেন কে সেই সাংবাদিক তাঁর নাম সামনে আনা উচিত ঋদ্ধিমানের। যাতে ক্রিকেট জগতও চিনে নিতে পারে কারা এমন করছেন।
নাম প্রকাশ না হলে ভাল সাংবাদিকরাও সন্দেহের তালিকায় পড়ে যাবেন। এই ঘটনায় ঋদ্ধিমানের পাশে দাঁড়িয়েছেন সেহওয়াগ, আরপি সিং সহ অনেক ক্রিকেটারই। সকলেই তুলোধোনা করেছেন ওই সাংবাদিককে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা