আম্বেদকর কে? এই প্রশ্নের উত্তর ছোট-বড় সকলেরই জানা। ভারতের সংবিধান প্রণেতা হলেন ডঃ ভীমরাও রামজি আম্বেদকর। দেশের দলিতদের অধিকার রক্ষার কাণ্ডারি তিনি। অভিযোগ, এমন ঐতিহাসিক ব্যক্তিত্বের পরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া। গত বছর ২৬ ডিসেম্বর আম্বেদকরকে নিয়ে একটি ট্যুইট করেন হার্দিক। ট্যুইটে লেখেন, ‘কে আম্বেদকর? যিনি সংবিধানের খসড়া বানিয়েছেন নাকি যিনি সংরক্ষণ নামের রোগ সারা দেশে ছড়িয়ে দিয়েছেন?’ সেই ‘বিতর্কিত’ মন্তব্যের জেরে এবার বেজায় বিপাকে পড়লেন ভারতের অলরাউন্ডার ক্রিকেটার।
হার্দিক পাণ্ডিয়ার সেই ‘অপমানজনক’ মন্তব্য নজরে আসে ডি আর মেঘওয়ালের। রাজস্থানের জালোর জেলার রাষ্ট্রীয় ভীম সেনার সদস্য তিনি। হার্দিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চেয়ে পুলিশের দ্বারস্থ হন মেঘওয়াল। পুলিশ তাঁর সেই অভিযোগ নিতে অস্বীকার করলে যোধপুর আদালতের দ্বারস্থ হন তিনি। তফশিলি জাতি ও উপজাতি আইনের আওতায় আবেদন দায়ের করেন। তাঁর অভিযোগ, হার্দিক শুধু আম্বেদকরকে অসম্মান করেননি, সংরক্ষণের আওতাভুক্ত গোটা সমাজের ভাবাবেগে আঘাত করেছেন হার্দিক। এমন ‘অপরাধ’-এর জন্য হার্দিকের উচিত শাস্তি প্রাপ্য। এই দাবিতে আদালতের কাছে আর্জি জানিয়েছেন মেঘওয়াল। তাঁর অভিযোগ প্রমাণসহ হাতে পাওয়ার পর বুধবার যোধপুর আদালত হার্দিকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় রাজস্থান পুলিশকে।