স্টেজে উড়ে এল চিকেন নাগেট, গায়ক বললেন এত ঠান্ডা কেন
স্টেজে গান গাওয়ার সময় এক গায়ককে লক্ষ্য করে উড়ে আসে একটি চিকেন নাগেট। একটার পিছু পিছু পোঁছয় দ্বিতীয় নাগেটও। গায়ক এরপর সেটা হাতে তুলে নেন।
গায়ক গান গাইছেন স্টেজে। আর তাঁর সামনে বিশাল সংখ্যক শ্রোতারা তাঁর গানে বুঁদ হয়ে আছেন। এর মধ্যে ঘটল কাণ্ডটা। একটি চিকেন নাগেট হঠাৎ উড়ে এল স্টেজে। বিষয়টি নজর এড়ায়নি গায়কের। তিনি এবার সেটা হাতে তুলে নেন। তারপর সেটা তুলে ধরে শ্রোতাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করেন এটা কি চিকেন নাগেট? এখানে আরও একটা চিকেন নাগেট রয়েছে। কে ছুঁড়লেন এটা?
না তার উত্তর পাননি তিনি। তবে শ্রোতারা সেটা খেয়ে ফেলতে চাপ দিতে থাকেন। গায়ক যে ভেজিটেরিয়ান অর্থাৎ নিরামিষভোজী তা জেনেও কার্যত চলে সমস্বরে চাপ দেওয়ার পালা।
গায়ক এবার সাফ জানান তিনি চিকেন খান না। তাই ওটাও খেতে পারবেননা। তবে সেইসঙ্গে শ্রোতাদের সঙ্গে মজার ছলেই চিকেন নাগেটটা তুলে ধরে বলেন এটা তো খুবই ঠান্ডা! ভাবটা ছিল এমন যে ঠান্ডা চিকেন নাগেট কি কেউ খায়!
একটি নাগেট তিনি ভিড়ের দিকে ছুঁড়েও দেন। তারপর ঠান্ডা চিকেনের কথা জানিয়ে আরও একটা চিকেন নাগেট ছুঁড়ে জানান, এটা যিনি ছুঁড়েছেন তাঁকে ফিরিয়ে দিচ্ছেন। তবে এটাও বলেন, কেউ যেন এটা না খান।
শ্রোতারা তাঁকে চাপে ফেলতেই চিকেন নাগেট ছুঁড়লেও পাল্টা তাঁদেরই চিকেন নাগেট না খাওয়ার পরামর্শ দিয়ে পাল্টা নিজের দিকেই পাল্লা ভারী করে নেন ওয়াটারমেলন সুগার-এর গায়ক হ্যারি স্টাইলস।
ব্রিটেনে হওয়া এই কনসার্টে এরপর গানের পর্ব চলতেই থাকে। তবে চিকেন নাগেট দিয়ে যে তাঁকে আমিষাশী বানানো যাবেনা এটাও সকলের কাছে স্পষ্ট করে দেন হ্যারি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা