National

সাইকেল চালিয়ে অফিস এলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন

যেখানে বাতি লাগানো গাড়ি নিয়ে হুটার বাজিয়ে মন্ত্রীরা রাস্তায় যাতায়াত করেন। সঙ্গে থাকে যথেষ্ট সংখ্যক সুরক্ষাকর্মী। মন্ত্রীদের এভাবেই চলাফেরা করতে দেখে অভ্যস্ত আমজনতাও। সেখানে সেই প্রচলিত ধারণাই বদলে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। একেবারেই অনাড়ম্বরভাবে আর পাঁচজন সাধারণ ভারতীয়ের মতই সাইকেলে করে অফিসে এলেন তিনি। যা দেখে চমকে গেলেন সকলে।

পেশায় চিকিৎসক হর্ষবর্ধন একজন ইএনটি স্পেশালিস্ট। মোদী মন্ত্র‌িসভায় স্বাস্থ্যমন্ত্রক রয়েছে তাঁর হাতে। দ্বিতীয়বারের জন্য কেন্দ্রে সরকার গঠনের পর মোদী মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ মন্ত্রী সোমবারই তাঁর মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেন। আর সেই গুরুদায়িত্ব হাতে তুলে নিতে প্রথম দিনেই তিনি মন্ত্রকে হাজির হলেন সাইকেলে। খুব স্বাভাবিকভাবেই সংবাদমাধ্যমের নজরও কাড়লেন।


হর্ষবর্ধন স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর জানান, দেশের ৫টি রাজ্যে এখনও কেন্দ্রীয় চিকিৎসাবীমা প্রকল্প আয়ুষ্মান ভারত চালু হয়নি। যার আওতায় প্রতিটি পরিবার বাৎসরিক ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমার সুযোগ পাবে। এই প্রকল্প এখনও তাদের রাজ্যে চালু করেনি পশ্চিমবঙ্গ, ওড়িশা, দিল্লি, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। তাই এই ৫ রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়ে এই প্রকল্প তাদের রাজ্যে চালু করার আহ্বান জানাবেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button