নখের গতিতে এগিয়ে চলেছে এই বিশ্ববিখ্যাত দ্বীপপুঞ্জ
একটি দ্বীপ হোক বা দ্বীপপুঞ্জ, তা যেখানে আছে সেখানেই তো থাকবে। এগিয়ে যাবে কীভাবে। সেটাই হচ্ছে একটি বিশ্বখ্যাত দ্বীপপুঞ্জের ক্ষেত্রে। নখের গতিতে এগিয়ে চলেছে সে।
জলের ওপর দ্বীপ বা দ্বীপপুঞ্জের অভাব নেই। তারমধ্যে কয়েকটি অত্যন্ত নামকরা। যেখানে বহু পর্যটকের ভিড় লেগে থাকে। সেই তালিকায় রয়েছে প্রশান্ত মহাসাগরের মাঝে মাথা উঁচু করে থাকা হাওয়াই দ্বীপপুঞ্জ।
এই হাওয়াই দ্বীপপুঞ্জের খ্যাতি আলাদা করে বলার দরকার পড়েনা। সারাবছর সেখানে পর্যটকের ভিড় লেগে থাকে। যদিও হাওয়াই দ্বীপপুঞ্জ মূল ভূখণ্ড থেকে বহু বহু দূরে জলের ওপর রয়েছে। তবে তা একসময় মূল ভূখণ্ডের সঙ্গে মিশে যেতে পারবে।
কারণ তা ক্রমশ আলাস্কার দিকে এগিয়ে চলেছে। শুনে একটু অবাক লাগতেই পারে। তবে তা এগিয়ে চলেছে এবং না থেমেই এগিয়ে চলেছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, মানুষের নখ যে গতিতে বাড়ে একদম সেই গতি মেনে আলাস্কার দিয়ে এগিয়ে চলেছে হাওয়াই দ্বীপপুঞ্জ।
একটি দ্বীপপুঞ্জ এভাবে এগিয়ে যেতে পারে? বিজ্ঞানীরা জানাচ্ছেন হাওয়াই এগিয়েই যাচ্ছে। হাওয়াই যে টেকটনিক প্লেটের ওপর রয়েছে তা অতি ধীর গতিতে সরছে। তার হাত ধরে হাওয়াইও প্রশান্ত মহাসাগরের বুকে সরছে।
প্রতিবছর সাড়ে ৭ সেন্টিমিটার করে আলাস্কার দিকে এগিয়ে চলেছে হাওয়াই দ্বীপপুঞ্জ। আর এই সরে যাওয়ার অভিমুখ উত্তর পশ্চিম দিক। জলের ওপর দিয়ে এগিয়ে চলেছে হাওয়াই দ্বীপপুঞ্জ। যা অনেককেই অবাক করে।
প্রসঙ্গত হাওয়াই দ্বীপপুঞ্জ চোখ জুড়নো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও অনেক আগ্নেয়গিরি রয়েছে এই দ্বীপপুঞ্জে। দ্বীপপুঞ্জটিই বসে আছে পৃথিবীর একটি হটস্পট-এর ওপর।