নীল সমুদ্রের ধারে সবুজ বালির বিচ, চাইলে দেখে আসতে পারেন এই আশ্চর্য
নীল সমুদ্রের জল খেলা করে সমুদ্রসৈকতের বালুকাবেলার সাথে। হলুদ বা সোনালি বালির তটে বহু মানুষ অবসর কাটান। এমন সমুদ্রসৈকতও রয়েছে যেখানে বালির রং সবুজ।
পৃথিবীতে আশ্চর্যের খামতি নেই। জগতের দিকে চেয়ে দেখলে কাছে দূরে সর্বত্র ছড়িয়ে আছে চমক। যেমন সকলেই জানেন সমুদ্রের ধারে বালির রং হয় হলুদ। কিছু সমুদ্রসৈকত এমনও রয়েছে যেখানে বালির রংয়ে একটা গোলাপি আভা থাকে।
কিন্তু সবুজ বিচ দেখেছেন কেউ! সবুজ বালির বিচ কিন্তু রয়েছে। যেখানে সমুদ্রের নীল জল খেলা করে সবুজ বালির সঙ্গে। যে সবুজ বালির টানে বহু মানুষ হাজির হন এখানে।
অবাক হয়ে দেখেন, আশপাশের যে সমুজ বনানী রয়েছে, তার সবুজের সঙ্গে কেমন যেন মিশে গেছে বালির রং। দূর থেকে মনে হবে যেন ওখানে বালি নয়, সবুজ কচি ঘাস রয়েছে।
পাহাড়ের কোলে এই প্রকৃতির অনুপম সৌন্দর্যে মোড়া সমুদ্রসৈকতটির এই সবুজ বালির রং সবুজ হওয়ার পিছনে রয়েছে বিশেষ কারণ। বিশেষজ্ঞেরা বলেন, একটা সময় এখানে লাভা গড়িয়ে যেত।
সেই লাভা নেই, কিন্তু লাভার ছেড়ে যাওয়া অলিভাইন ক্রিস্টাল পড়ে আছে এই সমুদ্রসৈকতে। তাই এই বালির রং এমন সবুজ। একে অনেকে গ্রিন স্যান্ড বিচ যেমন বলেন তেমন এর পোশাকি নাম রেনবো বিচ।
এই সমুদ্রসৈকতটি রয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জের বিগ আইল্যান্ডে। এই দ্বীপে রয়েছে পাপাকোলিয়া বিচ। এই সবুজ বালির বিচ ও তার আশপাশের সৌন্দর্য এখানে দেশ বিদেশ থেকে পর্যটকদের টেনে আনে সারাবছর।