বিমানবন্দরের কাছেই ভেঙে পড়ল একটি ২ ইঞ্জিনের বিমান। ছোট বিমানটিতে তখন পাইলট সহ ৯ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়। স্কাইডাইভিং বিমান হিসাবে পরিচিতি ছিল এটি। এই বিমানে চড়ে আকাশে থেকে লাফিয়ে অনেকে স্কাইডাইভিং-এর মজা উপভোগ করতেন। তবে বিমানবন্দর থেকে বিমানটি উঠেছিল না বিমানবন্দরে অবতরণের জন্য আসছিল সেটা এখনও পরিস্কার নয়।
শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হাওয়াই দ্বীপপুঞ্জের ওয়াহু দ্বীপে। স্থানীয় সময় তখন সন্ধে সাড়ে ৬টা। হনলুলুর দমকল বিভাগ একটি ফোন পায়। দ্রুত তারা ওয়াহু দ্বীপের উত্তরপ্রান্তে সমুদ্রের ধার ঘেঁষা এলাকায় দমকলেই ইঞ্জিন পাঠায়। দমকল গিয়ে দেখে সেখানে পুরো বিমানটিই জ্বলছে। কালো ধোঁয়া বার হচ্ছে। পুরো বিমানটিই ধ্বংস হয়ে গেছে। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করলেও যাত্রীদের কাউকে জীবিত অবস্থায় পাওয়া যায়নি।
এটা এখনও পরিস্কার নয় যে বিমানটি ১ পাইলট ও ৯ যাত্রী নিয়ে ওয়াহু-র ডিলিংহ্যাম এয়ারপোর্ট থেকে উড়েছিল, নাকি নামার জন্য আসছিল। তদন্ত শুরু হয়েছে। কেন বিমানটি ভেঙে পড়ল তাও জানার চেষ্টা চলছে। তবে যান্ত্রিক ত্রুটি থাকতে পারে বলে অনেকে মনে করছেন। যদিও তা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছেনা। পুরোটাই তদন্তের পর জানা যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা