গ্রীষ্মকাল মানেই তো প্রবল গরম। গরম হলেও বাইরে তো বার হতেই হয়। আর শহুরে জীবনে ঘর থেকে বার হওয়া মানেই ধুলো-ময়লার হামলা। যা থেকে রেহাই পাওয়ার কোনও উপায় নেই। গরম, ধুলো ময়লায় সবচেয়ে দ্রুত নষ্ট হয় চুল। চুলের জেল্লা নিমেষে উধাও হয়ে যায়। নরম ভাব দ্রুত হারিয়ে যায়। চুলের রংও নষ্ট হয়। এই অবস্থায় তাহলে চুলকে সুস্থ ও সুন্দর রাখার উপায় কী? উপায় রয়েছে। চুলের যত্ন নেওয়ার জন্য ২টি উপাদানকে খুবই গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞেরা।
বিশেষজ্ঞদের মতে, চুলের যত্নের জন্য দরকার প্রকৃতির ২টি উপাদান। একটি হল অ্যালোভেরা বা বাংলায় যাকে বলে ঘৃতকুমারী, আর নারকেল তেল। এই ২টি এমন উপাদান যা নাগালের মধ্যে পাওয়া কঠিন কিছু নয়। এই দুয়ের মিশ্রণ চুলকে দীর্ঘ সময় সুন্দর রাখতে সাহায্য করে। অ্যালোভেরা ও নারকেল তেল ব্যবহার করলে চুল নরম থাকে। চুলের জেল্লা বজায় থাকে অনেকটা সময়। চুলে বেশ একটা সিল্কি ভাব আসে। যা প্রায় সব মহিলাই চান।
অনেকে এমন জায়গায় থাকেন যেখানকার জল ভাল নয়। এমন অভিযোগ খোদ কলকাতার আশপাশেই অনেক জায়গায় শোনা যায়। অ্যালোভেরা ও নারকেল তেল চুলে ব্যবহার করলে সেসব খারাপ জল থেকে চুল পায় প্রাকৃতিক রক্ষাকবচ। চুলের ধূসরভাবও কেটে যায়। চুল বেড়ে ওঠাতেও এই ২ উপাদান দারুণ কাজ করে। কারণ অ্যালোভেরা একেবারে চুলের গোড়ায় গিয়ে কাজ করে।
চুলকে শক্তিশালী করতেও অ্যালোভেরা ও নারকেল তেল দারুণ কাজ দেয়। চুল পড়ার সমস্যাও রোধ করে। বাইরের ধুলো, ধোঁয়া, দূষণ থেকে চুলকে রক্ষা করতে চুলের ওপর এগুলি পাতলা একটি আস্তরণ তৈরি করে। ফলে মূল চুলের কোনও ক্ষতি হয়না। এমনকি খুশকির সমস্যা থেকেও মুক্তির উপায় অ্যালোভেরা ও নারকেল তেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা