নারী-পুরুষের মিলন নিয়ে কম চর্চা হয়নি। মিলন সুখ নিয়েও নানা গবেষণা হয়েছে। কীভাবে তা বাড়ানো যায়, কীভাবে তাকে দীর্ঘস্থায়ী করা যায় তা নিয়েও টিপসের অভাব নেই। রয়েছে প্রয়োজনে বিভিন্ন ওষুধ। চিকিৎসকদের পরামর্শ। কিন্তু এসবের বাইরেও খুব স্বাভাবিক দৈনন্দিন খাদ্যাভ্যাসে নিজেদের অজান্তে অনেক নারী পুরুষ মিলনে বেশি সুখ পান। কেউ কম। কারা বেশি, কারা কম, সেই ব্যাখ্যাই দিলেন গবেষকরা। জানালেন কাদের মধ্যে মিলনের আকাঙ্ক্ষা বেশি হয়।
ব্রিটেনের সবচেয়ে বড় বিবাহবহির্ভূত সম্পর্কের জন্য ওয়েবসাইট ইল্লিসিটএনকাউন্টারস ডট কম দাবি করেছে যে তারা একটি সমীক্ষা চালিয়েছিল নিরামিষাশী ও আমিষদের মধ্যে। দেখা গেছে নিরামিষাশীরা মিলনের ক্ষেত্রে আমিষাশীদের চেয়ে অনেক বেশি এগিয়ে। যেখানে সপ্তাহে নিরামিষাশীরা ৩ থেকে ৪ বার, সেখানে আমিষভোজী মানুষজন জানিয়েছেন তাঁরা সপ্তাহে মেরেকেটে ১ থেকে ২ বার মিলন করেন। প্রায় ৮৪ শতাংশ নিরামিষভোজীরা যেখানে জানাচ্ছেন তাঁরা তাঁদের মিলনে খুশি। সেখানে আমিষভোজী ৫৯ শতাংশ নারী-পুরুষ জানাচ্ছেন তাঁরা তাঁদের মিলন নিয়ে খুশি।
নিরামিষ ও আমিষেই লুকিয়ে আছে এই মিলন সুখের রহস্য। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, নিরামিষ খাবারে জিঙ্ক ও ভিটামিন বি অনেক বেশি মাত্রায় থাকে। যাঁরা নিরামিষভোজী হন তাঁরা এগুলি বেশি পান। আর জিঙ্ক বা ভিটামিন বি কামশক্তি বৃদ্ধির মোক্ষম দাওয়াই। ফলে তাঁদের মধ্যে মিলনের ইচ্ছা ও চাহিদা, ২টোই বাড়ে। আমিষভোজীদের ক্ষেত্রে যার অভাব দেখতে পাওয়া যায়। নিরামিষভোজীদের দেহে সেরোটোনিন-এর মাত্রাও বাড়তে থাকে। যা মিলনের উৎসাহ অনেক বেশি বাড়াতে সাহায্য করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা