ওষুধ নয়, স্ট্রোক হওয়া রোগীদের দ্রুত সুস্থ করছে সহজ কাজটি
ওষুধ ছাড়াও একটি সহজ কাজ তাঁদের দ্রুত সুস্থ করে তুলছে। গবেষকরা তেমনই দাবি করেছেন। ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানাচ্ছেন তাঁদের গবেষণা ভাল ফল দিয়েছে।
স্ট্রোকে আক্রান্ত হন বহু মানুষ। সারা বিশ্ব জুড়ে তার সংখ্যা কম নয়। এতে প্রাণে বেঁচে গেলেও রোগীরা অনেক সময় স্নায়ুর জটিল সমস্যায় ভুগতে থাকেন। ফলে সুস্থ হতে দেরি হয়। তাঁদের দ্রুত সুস্থ করতে চিকিৎসকেরা নানা ওষুধ প্রয়োগ করেন।
এবার কিন্তু ওষুধ ছাড়াও একটি সহজ কাজ তাঁদের দ্রুত সুস্থ করে তুলছে। গবেষকরা তেমনই দাবি করেছেন। ব্রিটেনের অ্যাঙ্গলিয়া রাসকিন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানাচ্ছেন তাঁদের গবেষণা ভাল ফল দিয়েছে।
গবেষকদের দাবি, মিউজিক থেরাপি এমন একটি পদ্ধতি যা দ্রুত স্ট্রোক আক্রান্ত রোগীদের সুস্থ জীবনে ফিরিয়ে দিচ্ছে। এতে ওষুধ লাগছে না। কেবল রোগীকে শোনাতে হচ্ছে মিউজিক বা সুরের মূর্ছনা। আর এতেই ম্যাজিকের মত কাজ হচ্ছে।
গবেষকেরা ১৭৭ জন স্ট্রোক হওয়া রোগীর ওপর এই পরীক্ষা চালান। গত ২ বছর ধরে ৬৭৫টি নিউরোলজিক মিউজিক থেরাপি বা এনএমটি সেশন তাঁরা পেয়েছেন। আর তাতেই দারুণ ফল মিলেছে।
গবেষকেরা বলছেন, নিউরোলজিক মিউজিক থেরাপি সেশন পেয়ে বেজায় খুশি রোগীরা। এমনকি রোগীদের দ্রুত সুস্থ হয়ে ওঠায় এই থেরাপি নিয়ে আপ্লুত তাঁদের পরিজনেরাও। কি করছে এই নিউরোলজিক মিউজিক থেরাপি সেশন?
গবেষকেরা বলছেন এরফলে মস্তিষ্কে কিছু পরিবর্তন আসছে। যা দিয়ে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পাচ্ছে। সেইসঙ্গে মনঃসংযোগও বৃদ্ধি পাচ্ছে। মূলত বাদ্যযন্ত্রের বিভিন্ন সুরের ওপর নির্ভর করছে এই থেরাপি। এছাড়াও আইপডের সাহায্য নিচ্ছেন গবেষকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা