Health

ভারতে বেড়ে চলেছে করোনা আক্রান্ত, বাদ গেল না শিশুও

ভারতে প্রতিদিনই একটু একটু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার দোলের দিন আরও ৫ জনের দেহে করোনা ভাইরাসের খোঁজ মিলেছে। তার মধ্যে একটি শিশু রয়েছে। কেরালার এরনাকুলামের বাসিন্দা ওই শিশুকে ইতিমধ্যেই আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তার ওপর টানা নজর রাখা হচ্ছে। ৩ বছরের ওই শিশুর দেহে করোনা ভাইরাসের খোঁজ মেলায় তার পরিবারের সকলেই উদ্বিগ্ন। এছাড়াও দিল্লি, উত্তরপ্রদেশ ও জম্মু কাশ্মীরে ১ জন করে মানুষের দেহে করোনা ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে। ফলে সোমবারের পর ভারতে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪৩-এ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন কিন্তু জানিয়েছেন সারা বিশ্বের যা পরিস্থিতি তাতে অনেক আগে থেকেই ভারত ব্যবস্থা গ্রহণের সুফল পেয়েছে।


ভারতে এখনও তুলনায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক কম। আগেভাগে ব্যবস্থা না নিলে সমস্যা হতে পারত একথা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরাও। স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, মাস্ক নিয়ে অযথা হৈচৈ হচ্ছে। সকলের মাস্ক দরকার নেই। কেবল যিনি অসুস্থ তাঁকেই মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি।

সারা বিশ্বে কিন্তু করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। চিনেই এখনও পর্যন্ত ৩ হাজার ৮০০ জনের ওপর মানুষের মৃত্যু হয়েছে। প্রায় ১ লক্ষের কাছে মানুষ সে দেশে করোনা আক্রান্ত। এরপরেই মৃতের সংখ্যা সর্বাধিক ইতালিতে। ইতালিতে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এছাড়া মৃতের সংখ্যা বাড়ছে ইরানে। সেখানে ২৫০ জনের ওপর মানুষ ইতিমধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ফ্রান্স, স্পেন, আমেরিকা সহ অনেক দেশেই করোনা প্রাণ নিচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button