বিদেশে ছড়িয়ে রয়েছেন ভারতীয়রা। কেউ কর্মসূত্রে, তো কেউ পড়তে বা কেউ ব্যবসা করতে। বিদেশে ছড়িয়ে থাকা এমন ভারতীয়দের মধ্যে ২৭৬ জন করোনা ভাইরাসের শিকার বলে বুধবার জানিয়েছে বিদেশ মন্ত্রক। এই ২৭৬ জনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ইরানে রয়েছেন। শুধু ইরানেই ২৫৫ জন ভারতীয়ের শরীরে করোনা রয়েছে। প্রসঙ্গত ইরানে ১৭ হাজার মানুষ করোনা আক্রান্ত। বিভিন্ন শহর ধুধু করছে, ফাঁকা। ১ হাজার ১০০ জনের ওপর মানুষ ইরানে করোনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।
ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইরান ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহীতে থাকা ১২ জন ভারতীয়, ইতালিতে থাকা ৫ জন ভারতীয় এবং হংকং, কুয়েত, রোয়ান্ডা ও শ্রীলঙ্কায় থাকা ১ জন করে ভারতীয়ের দেহে করোনার হদিস মিলেছে। ইরান হোক বা ইউরোপের বিভিন্ন শহরে থাকা বহু ভারতীয় এখন গৃহবন্দি অবস্থার মধ্যে রয়েছে। তাঁরা কবে সেখান থেকে বার হতে পারবেন বা দেশে ফিরতে পারবেন তা এখনও পরিস্কার নয়।
ইরান থেকে খেপে খেপে ভারতীয়দের নিয়ে ভারতে ফিরছে বিশেষ বিমান। এয়ারলিফট চলছে। কিন্তু সারা বিশ্ব থেকে ভারতে এয়ারলিফট দ্রুত হওয়া যে সম্ভব নয় তা অনুমেয়। এদিকে ভারত যে চিনকে করোনার সঙ্গে লড়াইতে সাহায্য করতে ১৫ টন মেডিক্যাল সাহায্য পাঠিয়েছে তা বুধবার মন্ত্রকের তরফে লোকসভায় জানানো হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা