Health
ঘুম কেমন হলে তা হার্টের জন্য বিপজ্জনক
এমন ঘুম হার্ট অ্যাটাকে মৃত্যুর সম্ভাবনা বাড়িয়ে দেয়। দিনের নির্দিষ্ট একটি সময়ের ঘুম আবার আরও ভয়ংকর। হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
আপনি কী কম ঘুমেই অভ্যস্ত? অথবা আপনি কী ঘুম কাতুরে, অতি ঘুমে আসক্ত? তবে জানবেন বিপদ আপনার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে।
কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক চাংসি ওয়াং দাবি করছেন কম ঘুম বা বেশি ঘুম ২টোই হার্টের জন্য বিপজ্জনক।
কারণ ২টোই মানুষের দেহে হৃদরোগের জন্ম দেয়। এমনকি হার্ট অ্যাটাকে মৃত্যুর সম্ভাবনাও বাড়িয়ে দেয়। গবেষণা বলছে, দুপুরে ঘুম আবার আরও ভয়ংকর। তাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি!
পরিমিত ঘুমের একটা সময় আছে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য দিনে ৬ থেকে ৮ ঘণ্টার ঘুম যথেষ্ট। এটাই ঠিকঠাক। এর চেয়ে যাঁরা কম ঘুমন বা বেশি তাঁদের জীবনে হৃদরোগের সম্ভাবনা বেশি।
গবেষণার সময়ে ৩৫ থেকে ৭০ বছরের ১ লক্ষ ১৬ হাজার ৬৩২ জন মানুষের ওপর নজর রেখে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে এই গবেষণা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা