গোটা বিশ্বটা যেন স্তব্ধ হয়ে গেছে। শুধুই হাহাকারের শব্দ। হতাশা চেপে ধরছে সকলকে। শনিবারও বিশ্বজুড়ে দাপট দেখাল করোনা। বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা শনিবার রাত পর্যন্ত ঠেকেছে ২৮ হাজার ৬৬৮ জনে। সংক্রমিতের সংখ্যা ৬ লক্ষ ২১ হাজার ৫৭০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছেন এখনও পর্যন্ত ১ লক্ষ ৩৭ হাজার ৩৩৪ জন। বিশ্বের মধ্যে সবচেয়ে করুণ পরিস্থিতি ইউরোপের। তারপরই রয়েছে আমেরিকা।
ইউরোপের ইতালির পরিস্থিতি সংকটজনক। ৯ হাজার ১৩৪ জন করোনায় মারা গেছেন। এখনও পর্যন্ত সংক্রমিত ৮৬ হাজার ৪৯৮ জন। সুস্থ হয়ে ফিরেছেন ১০ হাজার ৯৫০ জন। ইতালির উন্নত স্বাস্থ্য পরিষেবা অনেকদিন ধরেই সারা বিশ্বের কাছে উদাহরণ। সেই ইতালি এখন কার্যত অসহায় পরিস্থিতির শিকার। সরকারও দিশেহারা করোনার সঙ্গে লড়াইয়ে। অন্যদিকে ইউরোপে স্পেনের হালও শোচনীয়। সেখানে গত ১ দিনে ৮৩২ জন করোনায় মারা গিয়েছেন। এখনও পর্যন্ত একদিনের নিরিখে স্পেনে সর্বাধিক। মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯০ জনে। আক্রান্ত ৭২ হাজারের ওপর। ফ্রান্সে প্রায় ২ হাজার মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। সংক্রমিতের সংখ্যা ৩৩ হাজার।
ইউরোপের যখন এই অবস্থা তখন সংক্রমিতের নিরিখে সকলকে পিছনে ফেলেছে আমেরিকা। মার্কিন মুলুকে এখন করোনার শিকার ১ লক্ষ ৫ হাজার ১৬১ জন। যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমেরিকায় আক্রান্তের সংখ্যা সকলকে ছাপিয়ে গেলেও সেখানে মৃতের সংখ্যা ১ হাজার ৭২২ জন। আক্রান্তের অনুপাতে অন্য দেশের চেয়ে কিছুটা কম। এখনও পর্যন্ত আমেরিকায় আড়াই হাজার মানুষ সুস্থ হয়ে ফিরতে পেরেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা