Health

লকডাউনের সঙ্গে লড়তে মদ্যপান করবেননা, জানাল স্বাস্থ্যমন্ত্রক

লকডাউনে টানা ঘরে বসে থাকা। বাইরে বার হওয়ার উপায় নেই। কারও সঙ্গে মেশার উপায় নেই। সঙ্গে রয়েছে করোনা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ। এই পরিস্থিতিতে কিছু মানুষ লকডাউনের সঙ্গে লড়াই করতে মদ্যপানকে বেছে নিচ্ছেন। অথবা তাঁরা ধূমপান বাড়িয়ে ফেলছেন। এগুলো থেকে বিরত থাকার পরামর্শ দিল খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই সময় মদ্যপান বা ধূমপান অবস্থাকে আরও খারাপ করবে। তাঁদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেবে।

স্বাস্থ্যমন্ত্রক এদিন পরামর্শ দিয়েছে যে একটানা গৃহবন্দি থাকতে হচ্ছে সকলকে। এই অবস্থায় বরং নিজের পুরনো কিছু হবি ঝালিয়ে নিতে পারেন মানুষজন। যা ব্যস্ত সময়ে করা হয়ে ওঠে না। এছাড়া বই পড়া, পেন্টিং করা, বাগান সাজানো বা কোনও বিনোদনমূলক অনুষ্ঠানে চোখ রাখার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। এতে মন ভাল থাকবে বলেও জানিয়েছে তারা। সেইসঙ্গে পরিচিতদের সঙ্গে ফোন করে গল্প করারও পরামর্শ দেওয়া হয়েছে।


স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, যদি ক্রমশ লকডাউনের জেরে অবসাদ পেয়ে বসে। যদি মন খারাপ হতেই থাকে তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এই পরিস্থিতিতে কীভাবে ভাল থাকা যায় তা তাঁরা বলে দিতে পারেন। একটি হেল্পলাইন নম্বরও দিয়েছে তারা। সব মিলিয়ে মানুষকে বাড়িতেই থাকতে বলার পাশাপাশি মন ভাল রাখার ও মদ্যপান বা ধূমপানের আসক্তি থেকে দূরে থাকতে বলছে স্বাস্থ্যমন্ত্রক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button