১ দিনের ব্যবধানে ইতালি, স্পেন বা আমেরিকার মত দেশগুলিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। করোনা কেড়ে নিচ্ছে শত শত মানুষের প্রাণ। এই হিসাবে এতদিন ১ দিনে করোনায় মৃতের সংখ্যায় রেকর্ড গড়েছিল ইতালি। গত ২৭ মার্চ ইতালিতে করোনায় মৃত্যু হয় ৯৬৯ জনের। ১ দিনে বিশ্বের কোনও দেশে করোনায় মৃতের সংখ্যার নিরিখে এটাই ছিল সবচেয়ে দুঃখজনক তথ্য। এবার ইতালির সেই পরিসংখ্যানকেও ছাপিয়ে গেল আমেরিকা।
আমেরিকায় হুহু করে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। সেখানে প্রতিদিনই মানুষের মৃত্যু মিছিল আতঙ্ক ছড়াচ্ছে। তারমধ্যেই গত বৃহস্পতিবার থেকে গত শুক্রবার, ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২১ জনের মৃত্যু হয়েছে। যা বিগত সব হিসাবকে ছাপিয়ে গেছে। একদিনে কোনও দেশে করোনায় মৃত্যুর নিরিখে এটাই এখন রেকর্ড। এদিকে সে দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে।
আমেরিকায় এখনও করোনা ৭ হাজারের ওপর মানুষের প্রাণ কেড়েছে। যা বেড়ে চলেছে প্রতিদিন। ২ লক্ষ ৭৭ হাজারের ওপর মানুষ করোনায় কাবু। মাত্র ১২ হাজারের কিছু বেশি মানুষ এখনও সে দেশে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছেন। আমেরিকাতেও চলছে লকডাউন। করোনা চেন ভাঙতে সেই লড়াই চালাচ্ছে মার্কিন প্রশাসন ও সে দেশের সাধারণ মানুষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা