করোনা হয়েছে কিনা বলে দেবে কুকুর, ট্রায়াল শুরু
উপসর্গের প্রয়োজন নেই। করোনা শরীরে দানা বেঁধেছে কিনা তা কোনও উপসর্গ ছাড়াই ধরে দিতে পারবে কুকুর। পরীক্ষা শুরু।
কেউ করোনা সংক্রমিত কিনা তা উপসর্গ ছাড়া বোঝার উপায় নেই। সেই ব্যক্তি নিজেও বুঝে উঠতে পারেননা। আর এসব উপসর্গহীন মানুষ থেকে করোনা ছড়ানোর সম্ভাবনা নিয়ে চিন্তিত গোটা বিশ্ব। তাহলে উপায়! উপায় একটা বার করার রাস্তা খুলল লন্ডন স্কুল অফ হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিন। ডারহাম বিশ্ববিদ্যালয় তাদের এই গবেষণায় সাহায্য করছে।
এর আগে কিছু ক্যানসার রোগী, ম্যালেরিয়া রোগী ও পারকিনসন রোগে আক্রান্তদের খুঁজতে শিখেছে কুকুর। তারা নির্ভুলভাবে তাঁদের চিহ্নিত করতে পারছে। এবার স্নিফার ডগ বা গন্ধ বিচার করতে ওস্তাদ কুকুরদের করোনা সংক্রমিত খোঁজার কাজে লাগানোর চেষ্টা শুরু হয়েছে।
ইতিমধ্যেই বেশকিছু স্নিফার ডগকে এ বিষয়ে তালিম দেওয়া হয়েছে। ক্যানসার বা ম্যালেরিয়ার মত রোগে আক্রান্তদের খোঁজ পেতে এই বিশেষভাবে প্রশিক্ষিত কুকুরদের ভরসা গন্ধ। ওই ব্যক্তির গন্ধ শুঁকে তারা বুঝতে পারে ব্যক্তিটি কিসে আক্রান্ত। এবার করোনার ক্ষেত্রেও সেই গন্ধকেই রহস্যভেদের চাবিকাঠি হিসাবে ব্যবহার করছেন গবেষকরা। স্নিফার ডগগুলিকে শেখানো হয়েছে করোনা সংক্রমিত হলে ব্যক্তির গন্ধ কেমন হতে পারে।
এই সব কুকুর এখন কতটা নির্ভুল পর্যায়ে পৌঁছতে পারল তার ট্রায়াল শুরু হয়ে গেছে। এই গবেষণায় ব্রিটিশ সরকার ৫ লক্ষ পাউন্ড খরচ করছে। ল্যাবরেডর ও ককার স্প্যানিয়ালস-এই ২ প্রজাতির কুকুরকেই এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এই ট্রায়াল যদি সফল হয় তাহলে আগামী দিনে উপসর্গহীন করোনা সংক্রমিত খুঁজতে বিশেষ সুবিধা হবে প্রশাসনের। কারণ সেক্ষেত্রে এক একটি কুকুর প্রতি ঘণ্টায় ২৫০ জনের গন্ধ শুঁকে বলে দিতে পারবে ওই ব্যক্তি করোনা সংক্রমিত হয়েছেন কিনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা