বছরের কোন সময়ে করোনা সংক্রমণ বাড়বে, জানালেন গবেষকরা
বছরের কোন সময়ে করোনা সংক্রমণ বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। জানালেন গবেষকরা।
সিডনি : করোনা নাকি গ্রীষ্মে বিদায় নেবে। একাংশের গবেষকই এমন দাবি করছিলেন। ফলে ভারতের অনেক সাধারণ মানুষই মনে প্রাণে চাইছিলেন গ্রীষ্মে তীব্র গরম পড়ুক এবার। কষ্ট হবে। কিন্তু তাতে করোনা তো যাবে! সেই আশায় অনেকদিন জল ঢেলে দিয়েছে করোনা। তাহলে করোনা কবে বিদায় নেবে? এ প্রশ্ন সকলের। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এল এই প্রশ্নের একটি উত্তর।
সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষক তথা অধ্যাপক মাইকেল ওয়ার্ড দাবি করেছেন, করোনা আগামী দিনে একটি মরসুমি রোগ হতে চলেছে। কারণ গবেষণায় দেখা গেছে ১ শতাংশ আর্দ্রতা কমলে করোনা সংক্রমণ ৬ শতাংশ বৃদ্ধি পায়। অর্থাৎ সহজ করে বললে করোনা শীত পড়লে বাড়বে। আর আর্দ্রতায় কমে যাবে।
মাইকেল আরও বলেন, আর্দ্রতা বেশি হলে হাঁচি বা কাশির সঙ্গে বার হওয়া কণা দ্রুত ভারী ও বড় হয়ে যাবে। তাতে তা দূরে যাওয়ার বদলে খুব দ্রুত মেঝেতে পড়ে যাবে। তবে এই গবেষণা কতটা দক্ষিণ গোলার্ধের জন্য প্রযোজ্য সেটা দেখার দরকার বলে জানিয়েছেন তিনি।
মাইকেল আরও জানিয়েছেন, দেখা গেল যে কোভিড-১৯ চিন, ইউরোপ ও উত্তর আমেরিকায় ছড়াল শীতকালে। তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে হওয়ায় সেখানে গ্রীষ্মের শেষে করোনা কোন দিকে যায় সেদিকে নজর রাখার দরকার রয়েছে। কারণ কোভিড-১৯-এর বাড়া কমার সঙ্গে স্থানীয় আবহাওয়ার সম্পর্ক কতটা নিবিড় তা সেক্ষেত্রে আরও পরিস্কার হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা