১ কোটি পার সংক্রমণ, মৃত্যু ৫ লক্ষ পার
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণ এবার ১ কোটি পার করে গেল। মৃত্যু পার করল ৫ লক্ষের গণ্ডি।
ওয়াশিংটন : গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। খতিয়ান বলছে গত ৬ দিনে ১০ লক্ষ নতুন সংক্রমণ ধরা পড়েছে। বিশ্বে ১ কোটির গণ্ডি পার করেছে সংক্রমিতের সংখ্যা। করোনা এখনও পর্যন্ত প্রাণ কেড়েছে ৫ লক্ষের ওপর মানুষের। বিশ্বে এখন করোনা সংক্রমিতের সংখ্যা ১ কোটি ২ লক্ষের ওপর। মৃতের সংখ্যা ৫ লক্ষ ৪ হাজার পার করেছে।
বিশ্বে এখনও পর্যন্ত যত করোনা সংক্রমিতের খোঁজ মিলেছে তার অর্ধেকই রয়েছেন শুধু ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। ইউরোপে সংক্রমণ ও মৃত্যু কিছুটা হলেও নিয়ন্ত্রণে এলেও ২ আমেরিকা জুড়ে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। বাড়ছে মৃত্যুও। এদিকে দক্ষিণ এশিয়া এবং আফ্রিকাতেও সংক্রমণ বাড়ছে। ভারতেই ৫ লক্ষ পার করেছে মোট সংক্রমণ।
মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা এখনও সমান ভয়ংকর। এক শুধু মার্কিন মুলুকেই সংক্রমিতের সংখ্যা ২৬ লক্ষ ৩৭ হাজারের ওপর। ১ লক্ষ ২৮ হাজারের ওপর মানুষের প্রাণ গেছে শুধু সেখানেই। সংক্রমণে বিশ্বের ৪ ভাগের ১ ভাগেরও বেশি রয়েছে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের পিছনেই রয়েছে ব্রাজিল। তার পিছনে রাশিয়া। তারপরই সংক্রমিতের নিরিখে রয়েছে ভারতের নাম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা